পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্ত্রাস বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী মুখ খোলেননি, কটাক্ষ দিলীপের - দিলীপ ঘোষের কটাক্ষ

বিধানসভা নির্বাচনের ফলাফল বেরনোর পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ তাও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার ঘটনার খবর আসছে ৷ এ নিয়ে মুখ্য়মন্ত্রী দুঃখ প্রকাশ করেননি, অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

By

Published : Jun 8, 2021, 11:52 AM IST

পূর্ব বর্ধমান, 8 জুন : নির্বাচনে ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালিয়ে যাচ্ছে । ফলে রাজ্যজুড়ে আমাদের প্রায় ৮০-৯০ হাজার বিজেপি কর্মী ঘরছাড়া । কিন্তু মুখ্যমন্ত্রী একবারের জন্যও বলেননি যে সন্ত্রাস বন্ধ হোক । সোমবার বিকেলে পূর্ব বর্ধমানে বিজেপির সদর কার্যালয়ে এসে এইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

এদিন বিজেপি নেতা বলেন, "নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ হাজার হাজার মানুষ বাড়ির বাইরে ছিলেন । অনেক জেলায় পরিস্থিতি শান্ত হয়েছে । এদিকে বর্ধমান, ব্যারাকপুর, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার-সহ পাঁচ-সাতখানা জেলাতে এই পরিস্থিতি রয়েছে । এখনও বহু লোক ঘরছাড়া আছেন । পুলিশ কোনও সহযোগিতা করছে না । কর্মীদের উপরে এখনও অত্যাচার চলছে । বাড়ি ফিরে আসার পর তাদের আবার মারধর করা হচ্ছে । তাই আমরা আদালতে গিয়েছিলাম । হাইকোর্ট প্রশাসনকে বলেছে যারা যারা ঘরছাড়া তাদের প্রশাসন যেন বাড়ি ফিরিয়ে দেয় । পুলিশ কিছু কিছু জায়গায় সহযোগিতা করছে । তাদেরকে আমরা লিস্ট পাঠাচ্ছি । এছাড়া এফআইআর নেওয়া হচ্ছিল না । কোর্টের আদেশে প্রশাসন ইমেল আইডি দিয়েছে, সেখানে অভিযোগ জানানো যাবে । সরকার সন্ত্রাস বন্ধ করার কোনও চেষ্টা করছে না । এমনকি মুখ্যমন্ত্রী একবারও বলেননি সন্ত্রাস বন্ধ হোক । কিংবা এই সন্ত্রাসের জন্য তিনি কোনও দুঃখ প্রকাশ করেননি।"

আরও পড়ুন: Suvendu Adhikari : জরুরি তলব, আজ রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু

মাধ্যমিক পরীক্ষা বাতিলের প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, "মাধ্যমিক পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল । কারও সঙ্গে কোনও আলোচনা না করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ আগে তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পরীক্ষা কবে হবে, কতক্ষণ হবে সব তিনি বলে দিয়েছিলেন । কারও সাজেশন না নিয়ে আগে ডিসিশন নিয়েছেন । পরে সাজেশন দিচ্ছেন । কিন্তু কেন্দ্রীয় সরকার, বিশেষজ্ঞ-সহ অন্যান্য ব্যাক্তি যাঁরা এর সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে আলোচনা করে তাদের সাজেশন অনুযায়ী পরীক্ষা না করার জন্য সবার কাছে আবেদন করেছেন । আমরা সবাই আমাদের ভবিষ্যত সন্তানদের নিয়ে চিন্তিত । যে সন্তানরা পরীক্ষা দেবে তাদের জীবনের মূল্য আছে । তাদের পরিজনেরাও উদ্বেগের মধ্যে আছেন । তাই মুখ্যমন্ত্রী পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ঠিকই আছে । তবে আমার মনে হয় এটা আরও আগে নিলে ভাল হত।

শীতলকুচি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমরা জানি যে সেখানে গুলি চলেছিল । সেখানকার পুলিশ রিপোর্ট ছিল দুষ্কৃতীরা বন্দুক ছিনিয়ে নিতে গিয়েছিল, তাই গুলি চলেছিল । কিন্তু রাজ্য সরকার ইলেকশন কমিশনকে, সেন্ট্রাল ফোর্সের বিরোধিতা করেছেন, বদনাম করেছেন ৷ সিআইডি করে পুলিশ অফিসারদের বিরুদ্ধে তারা বলেছেন । তাদেরকে শমন দেওয়া হয়েছে। এখানে রাজনীতিকরণ করা হয়েছে ।"

তবে দল ছেড়ে কেউ কোথাও যাচ্ছে না, জানালেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details