পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumder on Mamata : জয় শ্রীরাম পছন্দ না-হলে মুখ্যমন্ত্রীকে কানে হেডফোন দেওয়ার পরামর্শ সুকান্তর - mamata banerjee

জয় শ্রীরাম পছন্দ না-হলে মুখ্যমন্ত্রী কানে হেডফোন লাগিয়ে বিধানসভায় বসে থাকুক, কটাক্ষ সুকান্ত মজুমদারের (BJP State President Advises CM to Wear Headphones If She Not Like Jai Sri ram) ৷ মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলেও আখ্য়া দেন রাজ্যে বিজেপির সভাপতি ৷

Sukanta Majumder on Mamata
Sukanta Majumder on Mamata

By

Published : Mar 9, 2022, 7:24 PM IST

বর্ধমান, 9 মার্চ : জয় শ্রীরাম পছন্দ না-হলে মুখ্যমন্ত্রীকে কানে হেডফোন লাগিয়ে বসে থাকার পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি (BJP State President Advises CM to Wear Headphones If She Not Like Jai Sri ram) ৷ বুধবার সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) কটাক্ষ করে বলেন, "মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলতে বলতে এমন জায়গায় চলে গিয়েছেন কোনদিন হয়তো নিজের নামটাও মিথ্যে বলবেন এইভাবেই ।"

প্রসঙ্গত, সোমবার রাজ্যপালের ভাষণ চলার সময় বিধানসভায় নজিরবিহীন বিশৃঙ্খলার জন্য দুই বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় । বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে সুকান্ত মজুমদার জানান, এইভাবে বিজেপি বিধায়কদের মুখ বন্ধ করা যাবে না ।

আরও পড়ুন : Mamata Slams BJP : "আমরা কৃষকদের গাড়িচাপা দিয়ে মারার চেষ্টা করি না", বিধানসভায় বিজেপিকে আক্রমণ মমতার

তিনি বলেন, "আমরা জানি আমাদের বিধায়কদের এইভাবে মুখ বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে । কিন্তু দেখা গেল শুধুমাত্র বিজেপি বিধায়কের সাসপেন্ড করা হয়েছে । আমরা ভাবছি কেন সবাইকে সাসপেন্ড করা হল না । মুখ্যমন্ত্রী ও তাঁর তাঁবেদেরা বিরোধীদের গলা টিপে হত্যা করতে । স্বাভাবিকভাবে আমাদের যারা বিধায়ক আছে তারা আগামী দিনেও এ আন্দোলন চালিয়ে যাবেন । সাধারণ মানুষের জন্য যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাবে ।"

জয় শ্রীরাম পছন্দ না-হলে মুখ্যমন্ত্রীকে কানে হেডফোন দেওয়ার পরামর্শ সুকান্তর

তিনি আরও বলেন, "আজ রাজ্য সরকারের (State Government) অবস্থা ভাঁড়ে মা ভবানী । কেন্দ্রীয় সরকারের জন্যই রাজ্য সরকার চলছে । বাড়ি রাস্তা রেশন সবই কেন্দ্র সরকারের টাকায় চলছে অথচ নাম বদলে সব রাজ্য সরকারি দেখানো হচ্ছে । আমাদের বিধায়কেরা চুপ করে বসে থাকবে না ।"

আরও পড়ুন : BJP MLA Suspension : অসংসদীয় আচরণ ! অধিবেশনে 2 বিজেপি বিধায়ককে সাসপেন্ড

বিধানসভায় বিজেপি বিধায়কদের জয় শ্রীরাম (Jai Sri Ram) স্লোগান দেওয়া প্রসঙ্গে তিনি বললেন, "জয় শ্রীরাম বলা আমাদের মৌলিক অধিকার ৷ তাই আমরা জয় শ্রীরাম বলতেই পারি মুখ্যমন্ত্রীর পছন্দ না-হলে কানে হেডফোন লাগিয়ে বিধানসভায় বসে থাকুন ।"

ABOUT THE AUTHOR

...view details