কালনা, 13 মে: প্রায় দুশো ছেলে নিয়ে বেরিয়ে মারধরের হুমকি ৷ এমনই এক অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে কালনায় । অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । তৃণমূল কংগ্রেসের দাবি, ওই অডিয়োর গলা কালনার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডুর । যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছে ৷
সোশ্যাল মিডিয়ায় একটা অডিয়ো ক্লিপিংস ভাইরাল হয়েছে, যেখানে শোনা যাচ্ছে দুজনের কথোপকথন । একজন অপরজনকে বলছেন, "এখন দু দিন বাড়িতে থাকতে বল । দু দিন বাইরে বেরোতে বারণ কর । আমরা একটু সামলে নিই । তারপর একসঙ্গে বেরিয়ে জড়ো হচ্ছি । দেড়-দুশো ছেলে নিয়ে বেরোবো । তারপর একধার থেকে মারতে মারতে যাবো । লাঠিসোঁটা নিয়ে আমরা বেরোবো । দু দিন একটু বাড়িতে থাক । আগে গ্রামটা একটু সামলে নিই ।"
তৃণমূল কংগ্রেসের দাবি, অডিয়ো ক্লিপে যাঁকে হুমকি দিতে শোনা গিয়েছে তিনি কালনার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু । ফোনের উল্টো দিকের ব্যক্তি বিশ্ব দা বলে সম্বোধন করেই ফোন করেন । তাছাড়া বিশ্বজিৎ কুন্ডুর গলা তাঁরা সবাই চেনেন বলে দাবি তৃণমূল নেতাদের । এইভাবে সন্ত্রাস ছড়ানোর অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করার দাবি জানায় তারা ।