পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রচারে এসে আক্রান্ত বোলপুরের BJP প্রার্থী, অভিযুক্ত তৃণমূল - arrest

ভোটের প্রচার করতে এসে আক্রান্ত হলেন বোলপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রামপ্রসাদ দাস ।

রামপ্রসাদ দাস

By

Published : Apr 23, 2019, 5:10 PM IST

আউশগ্রাম, 23 এপ্রিল : ভোটের প্রচার করতে এসে আক্রান্ত হলেন বোলপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রামপ্রসাদ দাস । BJP-র অভিযোগ আউশগ্রামের দিগনগর এলাকায় মালিদাপাড়া গ্রামে রামপ্রসাদ দাস যখন তার সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়। ইট, পাথর ছোড়া হয়। এবং বেশ কয়েকজন BJP কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় পাঁচজন BJP কর্মী আহত হয়েছেন।

BJP-র অভিযোগ আজ বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রামপ্রসাদ দাস প্রথমে আউশগ্রাম 1 নম্বর ব্লকের গোন্না অঞ্চলে প্রচার সেরে দিগনগর হয়ে যখন মালিদাপাড়া এলাকায় প্রচার করতে যান। গ্রামে ঢোকার মুখে প্রার্থীর হুডখোলা গাড়িসহ অন্য চারচাকা গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। চলে বোমাবাজিও। অভিযোগ, তৃণমূলের প্রায় 15-20 জন দুষ্কৃতী লাঠি, রডসহ নানা অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালায়। কর্মীদের মাটিতে ফেলে মারধর করা হয়। একজনের মাথা ফেটে যায়। আহত হন পাঁচজন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এছাড়া দুই মহিলা BJP কর্মী আহত হয়েছেন। অন্য কর্মীরা সেখান থেকে প্রার্থীকে নিয়ে পালিয়ে যান।

রামপ্রসাদ বলেন, "ঘটনাস্থানে পুলিশ দাঁড়িয়ে থাকলেও BJP কর্মীদের বাঁচানোর জন্য কোনও ব্যবস্থা নেয়নি। তৃণমূল কর্মীরা বাঁশ নিয়ে তাড়া করে আমাদের। পুলিশ সব দেখেও বাধা দেয়নি। আমাদের বিধানসভার কনভেনরের মাথা ফেটে যায়। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details