পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলকোটে তৃণমূল কর্মীদের উপর হামলা - BJP attacks on TMC workers in Mangalkot East Burdwan

তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ জখম দু'জন ৷ BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আক্রান্ত তৃণমূল কর্মী

By

Published : Aug 25, 2019, 12:43 PM IST

মঙ্গলকোট, 25 অগাস্ট : তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ জখম দু'জন ৷ পূর্ব বর্ধমানের মঙ্গলকোট পঞ্চায়েতের চানক এলাকার ঘটনা ৷ যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

গতকাল বিকেলে এলাকায় 'দিদিকে বলো' কর্মসূচির আয়োজন করা হয়েছিল ৷ অভিযোগ, কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর হামলা হয় ৷ দুই তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় ৷ পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকারের গাড়িতেও ভাঙচুর চালানো হয় ৷ জখমদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷

যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই হামলার ঘটনা ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details