পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুর থেকে উদ্ধার প্রায় সাড়ে 750 টি পাহাড়ি পাখি - Birds recover from Durgapur

রাজ্য সরকারের বনদপ্তরের ওয়াইল্ডলাইফ স্কোয়াড গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় । অভিযান চালিয়ে দুর্গাপুর এলাকা থেকে উদ্ধার করা হয় পাখিগুলোকে ।

Durfapur
Durfapur

By

Published : Oct 10, 2020, 3:23 PM IST

দুর্গাপুর , 10 অক্টোবর : প্রায় সাড়ে 750 টি পাহাড়ি টিয়া এবং পাহাড়ি ময়না পাখি উদ্ধার । দুর্গাপুর এলাকার ঘটনা । জানা গিয়েছে, রাজ্য সরকারের বনদপ্তরের ওয়াইল্ডলাইফ স্কোয়াড গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় । অভিযান চালিয়ে দুর্গাপুর এলাকা থেকে উদ্ধার করা হয় পাখিগুলোকে । পাখিগুলোকে জঙ্গল ছেড়ে দেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।

সূত্রের খবর, পাখিগুলো ঝাড়খণ্ড থেকে আনা হয় । পাচারের উদ্দেশ্যেই পাখিগুলো আনা হয় বলে জানা গিয়েছে । উদ্ধার হওয়া পাখির মধ্যে বেশ কিছু পাখিকে পূর্ব বর্ধমানের ছাড়া হয় । বাকি পাখিগুলোকে কাঁকসার জঙ্গলে ছেড়ে দেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । বনদপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছিল "খাঁচা থেকে বাঁচা" । এ বিষয়ে বনমন্ত্রী বলেন," প্রতিবেশী ঝাড়খন্ড রাজ্য থেকে আনা হয় এই পাখিগুলোকে । পাচার করার জন্য আনা হয় পাখিগুলো । কিন্তু আমাদের বনদপ্তরের ওয়াইল্ডলাইফ স্কোয়াড গোপন সূত্রে খবর পায় । এরপরেই উদ্ধার করে তাঁরা ।কিছু পাখি পূর্ব বর্ধমানের ছেড়ে দেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details