পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তার পাশেই পড়ে রয়েছে মৃত মুরগি, কাটোয়ায় ছড়াচ্ছে বার্ড ফ্লু আতঙ্ক - বার্ড ফ্লু আতঙ্ক

গত পাঁচদিনে কাটোয়ার চুরপুনি গ্রামের পাঁচটি পোলট্রি ফার্মে সবমিলিয়ে প্রায় তিন হাজার মুরগির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ।

কাটোয়ায় বার্ড ফ্লু আতঙ্ক
ছবি

By

Published : Mar 1, 2021, 6:23 AM IST

কাটোয়া, 1 মার্চ : কাটোয়ার চুরপুনি গ্রামে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়াল । এখনও পর্যন্ত প্রায় তিন হাজার মুরগির মৃত্যু হয়েছে হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর । এছাড়াও বেশকিছু পাখির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।

কাটোয়া 1 নং ব্লকের কোশীগ্রাম পঞ্চায়েতের চুরপুনি গ্রামে পাঁচটি মুরগীর ফার্ম আছে । গত পাঁচদিনে ওই ফার্মগুলিতে সবমিলিয়ে প্রায় তিন হাজার মুরগির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা । মুরগির মৃত্যু সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ।

আরও পড়ুন : বার্ড ফ্লু নিয়ে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

স্থানীয় ফার্মের মালিক চিন্ময় চন্দ্র বলেন, "গত কয়েকদিনে প্রায় তিন হাজার মুরগীর মৃত্যু হয়েছে । খবর পেয়ে কোম্পানির লোকেরা এসে দেখে গিয়েছেন । কিন্তু প্রাণীসম্পদ বিভাগের কেউ খোঁজ নিতে আসেনি ।"

চুরপুনি থেকে বাউরো যাওয়ার পথেই রাস্তার পাশেই বেশ কিছু মরা মুরগি পড়ে থাকতে দেখা যায় । এর মাধ্যমে এলাকায় দূষণ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

ABOUT THE AUTHOR

...view details