পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Burdwan Flyover Bike Accident : বর্ধমান উড়ালপুলে ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু বাইক আরোহীর - বর্ধমান উড়ালপুলে বাইকআরোহীর মৃত্যু

রাতে বর্ধমান উড়ালপুল দিয়ে কাটোয়ার দিকে যাচ্ছিলেন সন্তোষ মিশ্র ৷ সেখানে ট্রাকের তলায় তাঁর বাইক ঢুকে পড়ে ৷ ট্রাকের চাকায় চাপা পড়ে মারা যান তিনি ৷

Burdwan Flyover Bike Accident
ট্রাকের তলায় মৃত্যু বাইকআরোহীর

By

Published : Nov 24, 2021, 9:24 AM IST

বর্ধমান, 24 নভেম্বর : বর্ধমানের নতুন উড়ালপুলে ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর । মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশন সংলগ্ন উড়ালপুলের কাটোয়ার দিকে যাওয়ার রাস্তায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সন্তোষ মিশ্র (40) । তাঁর বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকায়। ঘটনার পরই ট্রাকচালক ও খালাসি পালিয়ে যায় ।

স্থানীয়দের অভিযোগ, নতুন উড়ালপুলে কাটোয়ার দিকে নামার রাস্তায় অতিরিক্ত বাঁক আছে । এছাড়া রাতের দিকে ব্রিজে পর্যাপ্ত আলো থাকে না । যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে । বিষয়টি নিয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও কোনও কাজ হয়নি ।

আরও পড়ুন : Road Accident at Mayo Road : ভর সন্ধ্যায় মেয়ো রোডে দুর্ঘটনা, আহত 7

স্থানীয় বাসিন্দা নুরুল আলম বলেন, "একটা প্রচণ্ড আওয়াজ শুনে ছুটে এলাম ৷ দেখলাম এক যুবক একটা ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছে । পুলিশে খবর দেওয়ায় বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে আসে । পরে ওই মৃত যুবকের ড্রাইভিং লাইসেন্স দেখে জানতে পারি তিনি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা । "

তিনিও নতুন ব্রিজে বেশিরভাগ জায়গা অন্ধকার থাকা এবং রাতের দিকে পর্যাপ্ত আলো না থাকার প্রসঙ্গ তোলেন ৷ এ প্রসঙ্গে নুরুল আলম বলেন, "বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছিল । যখন পুরনো ওভারব্রিজ ছিল, তখনও অন্ধকার থাকত । আমরা বারবার দাবি জানিয়েছি । অথচ এই ব্রিজে সারাদিনে প্রচুর গাড়ির চাপ থাকে ।" তিনি জানান, ব্রিজ থেকে কাটোয়ার দিকে নামার মুখে দুর্ঘটনাটি ঘটেছে ।

ABOUT THE AUTHOR

...view details