গুসকরা, 10 মে: বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের (Bike rider dies in Guskara accident)। মৃতের নাম শেখ সাহেব (22)। মঙ্গলবার সন্ধে নাগাদ দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার গুসকরার এনএইচটুবিতে । ঘটনার পরেই উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান (road accident at Guskara)।
পুলিশ জানিয়েছে, মৃত শেখ সাহেবের বাড়ি গুসকরার ইটাচাঁদা এলাকায় । মঙ্গলবার সন্ধে নাগাদ তিনি যখন বাইক নিয়ে যাচ্ছিলেন, সেই সময় একটি ট্রাক তাঁকে পিষে দেয় । এরপর ট্রাকটি একটা কাঠচেরাই কলের কাছে গিয়ে আটকে যায় । এই ঘটনার পরেই উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । চালক পলাতক ৷
আরও পড়ুন:Bike accident at New town: নিউটাউনে 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আশঙ্কাজনক 3
গ্রামবাসীদের মতে, সিভিক ভলান্টিয়ার ট্রাকটিকে তাড়া করলে তা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায় ৷ ট্রাকটি শেখ সাহেবকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । সিভিক ভলান্টিয়ারদের তোলাবাজির কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ গ্রামবাসীদের । তাঁদের মতে, পুলিশ প্রশাসনের বিষয়টি দেখা উচিত ।
মৃত যুবকের দাদা সানোয়ার শেখ বলেন, "যে ভাবে ওভারলোডিং গাড়িগুলো দ্রুত বেগে চলাচল করছে, তার জেরেই দুর্ঘটনা ঘটছে । খালাসিরাই গাড়ি চালাচ্ছেন । আজ আমার ভাইকে চাপা দিয়েছে একটা ট্রাক । ভাই আমার বাইক নিয়ে যাচ্ছিল, সেই সময় তাঁকে ট্রাকটা চাপা দেয় । এ দিকে সিভিকেরা ট্রাক থেকে টাকা তুলতেই ব্যস্ত। তার জন্যই এই দুর্ঘটনা ঘটল ।"