পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bhatar Panchayat Samity : দলীয় কর্মীদের থেকে হুমকি পেয়ে পুলিশ নিয়ে অফিসে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি - ভাতার পঞ্চায়েত সমিতির খবর

সন্তান হওয়ায় শারীরিক অসুস্থতার কারণে দু'মাস অফিসে আসতে পারছিলেন না ৷ তার জেরেই দলীয় কর্মীরা হুমকি দেয় বলে ভাতার থানায় অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি (Bhatar Panchayat Samity) ৷ তারপর পুলিশ নিয়ে বৃহস্পতিবার অফিসে যোগ দিলেন তিনি ৷

Bhatar Panchayat Samity
দলীয় কর্মীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ

By

Published : Jan 20, 2022, 10:55 PM IST

ভাতার, 20 জানুয়ারি : পুলিশকে সঙ্গে নিয়ে প্রায় দু'মাস পর বৃহস্পতিবার নিজের অফিসে এলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মান্ডি । দলের অন্য গোষ্ঠীর লোকজনের হুমকির ফলে তিনি অফিসে আসা বন্ধ করে দেন বলে অভিযোগ (bhatar news) । হুমকির বিষয়টি তিনি ভাতার থানার ওসিকে জানানোর পর বৃহস্পতিবার এক আত্মীয় ও সদ্যোজাত সন্তানে নিয়ে পুলিশি নিরাপত্তায় পঞ্চায়েত সমিতির অফিসে এসে কাজে যোগ দেন সভাপতি । এইভাবে পুলিশ নিয়ে আসার কারণে পঞ্চায়েত সমিতির অফিসে শোরগোল পড়ে যায় ।

এই বিষয়ে সুন্দরী মান্ডি বলেন, "সন্তান হওয়ায় শারীরিক অসুস্থতার কারণে দু'মাস ছুটি নিয়েছিলাম । অফিস আসিনি বলে নিজের দলের লোকেরাই হুমকি দিয়েছিল । আমি আদিবাসী মহিলা বলে হুমকি দেবে সেটা আমি মেনে নেব না । ফলে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম বলে ভাতার থানার পুলিশকে বিষয়টি জানিয়েছিলাম ।"

হুমকির অভিযোগের বিষয়ে যা বললেন ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল বিধায়ক
যদিও ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, "আজ অফিসে ছুটি নেওয়ার জন্য পঞ্চায়েতের সভাপতি এসেছিলেন । এতে অফিসের কাজ ব্যাহত হবে না । শুক্রবার আমাদের বৈঠক আছে । সেখানে ঠিক হবে কীভাবে কাজকর্ম চলবে ৷ তাঁকে কেউ কোনও হুমকি দিয়েছে বলে জানা নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details