পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja Carnival: বর্ধমানে জমজমাট পুজো কার্নিভাল, চমক দিলেন ভাগ্যশ্রী-আশরানি - durga puja carnival

বর্ধমান শহরে জমজমাট পুজো কার্নিভাল ৷ দশমী শেষে দুর্গাপুজোর কার্নিভালে মেতে উঠলেন বর্ধমানবাসী ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী ও অভিনেতা আশরানি ৷

Etv Bharat
বর্ধমানে জমজমাট পুজো কার্নিভাল

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 7:56 AM IST

জমজমাট পুজো কার্নিভাল

বর্ধমান, 27 অক্টোবর: শুক্রবার কলকাতার রেড রোড পুজো কার্নিভালের সাক্ষী থাকতে চলেছে ৷ তার আগে জেলায় জেলায় পুজো মণ্ডপের উদ্যোক্তোরা মাতলেন কার্নিভালে ৷ বর্ধমানেও জমজমাট কার্নিভালের আয়োজন হল ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বলিউডের দুই চিত্রাভিনেতা ভাগ্যশ্রী ও আশরানি। হুড খোলা গাড়িতে চেপে তারকারা নীলপুর থেকে কার্জনগেট চত্বরে আসেন। রাস্তার দু'পাশে থাকা হাজার হাজার দর্শক ভিড় জমান বলিউড তারকাদের একবার দেখার জন্য ৷ এদিন 27টি পুজো কমিটি তাদের শোভাযাত্রা নিয়ে রোড শো করে।

বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস বলেন, "এবারের কার্নিভালে বর্ধমান শহরের 27টি পুজো কমিটি অংশ নিয়েছে। বর্ধমান শহরের নীলপুর থেকে বর্ধমান মিউনিসিপ্যালিটি পর্যন্ত এই শোভাযাত্রা চলেছে। মুম্বইয়ের দুই চিত্রাভিনেতা ভাগ্যশ্রী ও আশরানি এবার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কার্নিভাল দেখতে আসা কোনও দর্শনার্থীকে যাতে সমস্যায় পড়তে না হয় সেই জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়েছে। গত বছর প্রথম বার কার্নিভাল হয়েছিল এখানে। তখন জল পাওয়া নিয়ে মানুষের অনেক অভিযোগ ছিল। পাশাপাশি ছিল শৌচাগারের ব্যবস্থাও। পৌরসভার শৌচালয় ছাড়াও রাস্তার ধারে থাকা পেট্রোল পাম্পের শৌচাগারও সাধারণ মানুষের ব্যবহার জন্য রাখা হয়েছিল ৷ এই কার্নিভাল নিয়ে মানুষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছিল ৷ প্রচুর জনসমাগম হয়েছিল ৷"

আরও পড়ুন: খড়াই ঘাসের শিল্পকর্মে পুজোর থিম এবার 'সোনার বাংলা'

গত বছর থেকে বর্ধমান শহরে শুরু হয়েছে 'মা কার্নিভাল'। শহরের বড় নীলপুর এলাকা থেকে পুজো কমিটিগুলো তাদের থিম সাজিয়ে পাঁচটা গাড়িতে করে শহর প্রদক্ষিণ করে। কার্জনগেট চত্বরে করা হয় মূল মঞ্চ। সেখানে প্রধান অতিথিদের সামনে পুজো কমিটি গুলোর পক্ষ থেকে তাদের শিল্পকলা পরিবেশন করা হয়। শোভাযাত্রায় মডেল-সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসের উচ্চতা রাখা হয়েছে 18 ফুটের মধ্যে। ডিজে ও বাজির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এই কার্নিভালে।

ABOUT THE AUTHOR

...view details