বর্ধমান, 24 মার্চ : তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । মঙ্গলবার রাতে বর্ধমানের পালিতপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । আহত জাহাঙ্গীর শেখ এবং ডালিম শেখকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে । অন্যদিকে বিজেপির এই পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
গন্ডগোলের সূত্রপাত মঙ্গলবার সন্ধ্য়া নাগাদ । অভিযোগ, বর্ধমানের পালিতপুর এলাকায় তৃণমূল কর্মী কানাই খাঁয়ের হোটেলে ঢুকে বিজেপি কর্মীরা ঝামেলা করতে শুরু করে । তারা কানাই এবং তাঁর বউদিকে মারধরও করে। সেই সময় জাহাঙ্গীর শেখ এবং ডালিম শেখ নামে দুই তৃণমূল কর্মী ঘটনার প্রতিবাদ করায় তাঁদেরও লাঠি-রড দিয়ে বেধড়ক পেটানো হয় । তাঁদের মাথা, মুখ, হাত, পা ফেটে যায় । এরপর দুষ্কৃতীরা তাঁদের মাঠে ফেলে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ বাহিনী টহলে নেমেছে এলাকায় । ঘটনায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে ।