পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হেলমেট মাথায় বুথ পরিদর্শনে সিদ্দিকুল্লা - হেলমেট মাথায় বুথ পরিদর্শনে সিদ্দিকুল্লা

বিজেপি হামলা করতে পারে এবং প্রাণনাশের ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় মাথায় হেলমেট পড়ে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী ৷

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Apr 17, 2021, 2:48 PM IST

মন্তেশ্বর, 17 এপ্রিল : মন্তেশ্বরে হেলমেট পড়ে এলাকায় ঘুরলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী । তিনি বলেন, বিজেপি যেভাবে সন্ত্রাস করছে তাতে তিনি আতঙ্কিত । তাই হেলমেট পড়ে আছেন ।

মন্তেশ্বরে গলাতুন 441 নম্বর বুথে তৃণমূল কর্মীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ আতঙ্কে তৃণমূলের কার্যালয়ে লুকিয়ে থাকতে বাধ্য হন তৃণমূল কর্মীরা ও এজেন্টরা ৷ পুলিশ এসে তাঁদের নিয়ে যেতে চাইলেও তাঁরা ভয়ে যেতে চাইছিলেন না ৷ পড়ে এজেন্টদের বুঝিয়ে বুথে ফেরান মন্তেশ্বর থানার পুলিশ ৷

আরও পড়ুন : সল্টলেকের নয়াপট্টিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ

অন্যদিকে বিজেপি হামলা করতে পারে এবং প্রাণনাশের ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় মাথায় হেলমেট পড়ে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী ৷

ABOUT THE AUTHOR

...view details