মন্তেশ্বর, 17 এপ্রিল : মন্তেশ্বরে হেলমেট পড়ে এলাকায় ঘুরলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী । তিনি বলেন, বিজেপি যেভাবে সন্ত্রাস করছে তাতে তিনি আতঙ্কিত । তাই হেলমেট পড়ে আছেন ।
মন্তেশ্বরে গলাতুন 441 নম্বর বুথে তৃণমূল কর্মীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ আতঙ্কে তৃণমূলের কার্যালয়ে লুকিয়ে থাকতে বাধ্য হন তৃণমূল কর্মীরা ও এজেন্টরা ৷ পুলিশ এসে তাঁদের নিয়ে যেতে চাইলেও তাঁরা ভয়ে যেতে চাইছিলেন না ৷ পড়ে এজেন্টদের বুঝিয়ে বুথে ফেরান মন্তেশ্বর থানার পুলিশ ৷