পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গলসির সুজাপুরে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা, অভিযুক্ত তৃণমূল - অভিযুক্ত তৃণমূল

213 ও 214 নম্বর বুথে বিজেপির সমর্থকদের ভোটদানে বাধা দেওয়া হয় ৷

tmc-accused-of-block-voting-of-bjp-supporters-at-galsi
tmc-accused-of-block-voting-of-bjp-supporters-at-galsi

By

Published : Apr 22, 2021, 12:57 PM IST

Updated : Apr 22, 2021, 1:07 PM IST

গলসি, 22 এপ্রিল : ফের অভিযোগ গলসিতে ৷ এবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনা মনোহর সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে । সুজাপুরের বিজেপি কর্মীদের মারধর করা হয়, বোমাবাজি করা হয় বলেও অভিযোগ ৷

বিজেপির অভিযোগ, গলসি বিধানসভা কেন্দ্রের মনোহর সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের 213 ও 214 নম্বর বুথে বিজেপির সমর্থকদের ভোটদানে বাধা দেওয়া হয় ৷ তৃণমূল সদস্যরা বিজেপি কর্মীদের মারধর করে ৷ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে বোমাবাজি করা হয় ।

বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা ৷

পরে 9টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে ভোট দিতে পারেন বিজেপি সমর্থকরা ।

Last Updated : Apr 22, 2021, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details