পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটোয়ার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নিদান সাংসদের, পুলিশে অভিযোগ দায়ের

ভোটের গণনার দিন তৃণমূল হারলে কাটোয়ার প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে পালাতে দেওয়া যাবে না ৷ আটকে রেখে বিচার হবে ৷ এমন মন্তব্যে বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ সুনীল মণ্ডল ৷

allegations against sunil mondal
কাটোয়ার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নিদান সাংসদের

By

Published : Apr 8, 2021, 8:43 AM IST

কাটোয়া, 8 এপ্রিল : ভোটের আবহে বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ পাল্লা দিয়ে চলছে কটুকথা ও হুমকি ৷ এবার তৃণমূল প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সাংসদের বিরুদ্ধে ৷ 2 মে ভোট গণনার দিন কাটোয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আটকে রাখার নির্দেশ দিলেন বিজেপি সাংসদ সুনীল মণ্ডল । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ।

বিজেপি নেতা সুনীল মণ্ডল কাটোয়ায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, "ভোটের গণনার দিন তৃণমূল হারছে আঁচ পেলেই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন ।" তাই সেদিন তিনি যাতে পালাতে না পারেন সেজন্য কাটোয়ার বিজেপি কর্মীদের ঘিরে রাখার নিদান দেন তিনি । সুনীল মণ্ডল বলেন, "ওই দিন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিচার করা হবে ।"

আরও পড়ুন : পুড়ে ছাই সিপিএম নেত্রীর টালির বাড়ি, অভিযুক্ত তৃণমূল

এই বিষয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "সুনীল মণ্ডল আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছেন । কর্মীদের নির্দেশ দিয়েছেন আমাকে ঘিরে রাখার জন্য । আমি নিরাপত্তার অভাব বোধ করায় কাটোয়া থানায় l তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করা হয়েছে ।"

কাটোয়ার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নিদান সাংসদের

ABOUT THE AUTHOR

...view details