পূর্ব বর্ধমান, 25 মার্চ : প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতে ব্যস্ত তৃণমূল প্রার্থীরা ৷ গতকাল পূর্ব বর্ধমানের একাধিক বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেল তৃণমূল প্রার্থীদের ৷
বাজনা বাজিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নিশীথ মালিক ৷ বর্ধমান উত্তর মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি ৷ পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক মাঝি। মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুসূদন ভট্টাচার্য মনোনয়নপত্র জমা দেন বর্ধমান দক্ষিণ মহকুমাশাসকের কাছে। খন্ডঘোষ বিধানসভার তৃণমূল প্রার্থী নবীন বাগও মনোনয়নপত্র জমা দেন বর্ধমান দক্ষিণ মহকুমাশাসকের কাছে ।