আউশগ্রাম, 22 এপ্রিল : রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন দুর্গাপুর আউশগ্রামের আমানিডাঙার বাসিন্দারা ৷ বৃহস্পতিবার ষষ্ঠ দফায় নির্বাচন ছিল আউশগ্রাম কেন্দ্রে ৷ সেখানকার আমানিগ্রামের বাসিন্দাদের অভিযোগ, ভোটের পর ভোট চলে যাচ্ছে, কিন্তু তাঁদের গ্রামে পাকা রাস্তা এখনও হয়নি ৷ আর তারই প্রতিবাদে এবার বিক্ষোভ দেখিয়ে ভোট বয়কট করলেন বাসিন্দারা ৷
আউশগ্রামের আমানিডাঙা গ্রামে রাস্তার দাবিতে ভোট বয়কট - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
আউশগ্রামের আমানিডাঙার বাসিন্দারা ভোট বয়কট করতে দেওয়াল লিখেছিলেন ৷ তাতে লেখা ছিল, ‘রাস্তা নেই, রাস্তা চাই ৷ রাস্তা ছাড়া, ভোট নেই ৷’ তাঁদের অভিযোগ, ঢালাই রাস্তা দূর, মোরামের রাস্তাও হয়নি ওই গ্রামে ৷ তাই এবার ভোট বয়কট করলেন আমানিডাঙার বাসিন্দারা ৷
আরও পড়ুন : ভোট বয়কট করায় গ্রামবাসীদের উপর হামলা কেন্দ্রীয় বাহিনীর
রাজনৈতিক দলগুলি ভোট চাইতে দেওয়াল লিখন করে ৷ আর আউশগ্রামের আমানিডাঙার বাসিন্দারা ভোট বয়কট করতে দেওয়াল লিখলেন ৷ যেখানে লেখা, ‘রাস্তা নেই, রাস্তা চাই ৷ রাস্তা ছাড়া, ভোট নেই ৷’ তাঁদের অভিযোগ ঢালাই রাস্তা দূর, মোরামের রাস্তাও হয়নি ওই গ্রামে ৷ তাই এবার ভোট বয়কট করলেন আমানিডাঙার বাসিন্দারা ৷ মূলত আদিবাসী গ্রাম এই আমানিডাঙা ৷ এনিয়ে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী অভেদানন্দ থান্ডার বলেন, ‘‘গ্রামের বাসিন্দার সারা বছর সেখানে থাকেন না ৷ চাষের সময় আসেন ৷ তবুও এই বিষয়টি দেখব ৷’’ তবে, প্রশ্ন আর কবে দেখবেন তিনি ৷ এতদিন কেন কিছু করেননি? তাঁর বর্তমান বিধায়ক পদের মেয়াদ শেষ ৷ এই নির্বাচনে যদি জেতেন, তবে কী এই প্রতিশ্রুতি পালন করবেন তিনি ?