রায়না, 11 এপ্রিল : শীতলকুচিতে চারজনের মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে আঙুল তুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ আজ পূর্ব বর্ধমানের রায়নায় জনসভা ছিল তাঁর ৷ সেখানেই গতকালের ঘটনার জন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কাঠগড়ায় তোলেন ৷
আজকের ওই সভা থেকে মিঠুনের বক্তব্য়, উস্কানিমূলক মন্তব্য়ের জন্য়ই খুন হতে হয়েছে চারজনকে ৷ তিনি প্রশ্ন তোলেন, "কেন উস্কানি দিয়ে চারটে মায়ের কোল খালি করে দেওয়া হল ।" দলের কর্মী সমর্থকদের কাছে তাঁর আবেদন, "এইসব উস্কানিতে পা দেবেন না। কেউ থাকবে না আপনাদের সঙ্গে ৷ এরা আওয়াজ তুলবে, উস্কানি দেবে আর কোনও মায়ের কোল খালি হয়ে যাবে । এরা নিজের নিজের বাড়ি চলে যাবে। আর মা তার সন্তান হারিয়ে কাঁদতে থাকবে। এদের ফাঁদে পা দেবেন না ।"