পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফোন ট্য়াপ করছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ মমতার - assembly election 2021

ফোন ট্য়াপ করার অভিযোগ তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এবিষয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি ৷ তাঁর অভিযোগ এটা একটা বড় দুর্নীতি ৷

Mamata
মমতা বন্দ্য়োপাধ্য়ায় (ফাইল ফোটো)

By

Published : Apr 17, 2021, 3:10 PM IST

গলসি, 17 এপ্রিল : অডিয়ো ক্লিপ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ গলসির সভা থেকে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার সবার ফোনে ট্য়াপ করছে ৷’’

আরও পড়ুন- করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর

গতকাল সাংবাদিক বৈঠক করে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্য়ে আনেন বিজেপি নেতা অমিত মালব্য় ৷ যা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের কথোপকথন বলে দাবি ৷ যদিও ইটিভি ভারত সেই অডিয়ো ক্লিপের সত্য়তা যাচাই করেনি ৷ শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় চারজনের মৃত্য়ুর পর কী কর্তব্য়, তা পার্থপ্রতিমকে নির্দেশ দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ ওই ক্লিপ প্রকাশ্য়ে আসার পরেই তৃণমূলের তরফে ফোন ট্য়াপের অভিযোগ করা হয়েছে ৷

আজ গলসির সভা থেকে সেই একই বিষয়ে অভিযোগ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ তিনি বলেন, "আমি কার সঙ্গে কথা বলছি তা ট্য়াপ করা হচ্ছে ৷ এটা একটা বড় দুর্নীতি ৷ কে আমার ফোনে আড়ি পাতছে আমি জানতে চাই ৷ আমি সিআইডি তদন্তের নির্দেশ দেব ৷ সবার ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ আমি জানি কারা আড়ি পাতছে ৷ সরকার গড়ার পর আমি তদন্তের নির্দেশ দেব ৷"

ABOUT THE AUTHOR

...view details