পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রচারের সময়সীমা কমানো নিয়ে নির্বাচন কমিশনকে তোপ মমতার - west bengal assembly election

তাঁর নির্বাচনী প্রচার থেকে আটকাতেই প্রচারের সময়সীমা কমানো হয়েছে বলে অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ তৃণমূল নেত্রীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাকি তিন দফার ভোট একদফায় করতে পারত কমিশন ৷

mamata
মমতা বন্দ্য়োপাধ্য়ায় (ফাইল)

By

Published : Apr 17, 2021, 3:32 PM IST

গলসি, 17 এপ্রিল : নির্বাচনী প্রচারে গিয়ে ফের কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ ভোট প্রচারের সময়সীমা কমানোর জন্য় কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি ৷

করোনা সংক্রমণ বাড়তে থাকায় গতকাল সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশন ৷ তৃণমূলের তরফে আবেদন জানানো হয়, পরবর্তী 3 দফার ভোট কমিয়ে এক দফাতেই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে ৷ কিন্তু তাতে সম্মতি দেয়নি কমিশন ৷ উল্টে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট তিন দফাতেই হবে কিন্তু প্রচারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, ভোট গ্রহণের 72 ঘণ্টা আগে রাজনৈতিক প্রচার বন্ধ করতে হবে এবং সন্ধে 7 টা থেকে রাত 10টা পর্যন্ত কোনও নির্বাচনী প্রচার করা যাবে না ৷

আরও পড়ুন-ফের গুলি কেন্দ্রীয় বাহিনীর, এবার দেগঙ্গায়

ওই নির্দেশিকার বিরুদ্ধে তোপ দাগেন মমতা ৷ প্রশ্ন তোলেন, যদি প্রচারের সময়সীমা কেটে নেওয়া হয় তাহলে একসঙ্গে ভোট হবে না কেন ? অভিযোগ করেন, বিজেপির ইচ্ছামতো চলছে কমিশন ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কথায়, ‘‘বাকি তিন দফা নির্বাচনে নরেন্দ্র মোদি, অমিত শাহ শেষ লগ্নের প্রচারে আসবেন না ৷ সেকারণে ইচ্ছা করেই 48 ঘণ্টা থেকে বাড়িয়ে সময়সীমা 72 ঘণ্টা করা হয়েছে ৷’’ তাঁকে প্রচার করা থেকে আটকাতেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি মমতার ৷

ABOUT THE AUTHOR

...view details