গলসি, 17 এপ্রিল : নির্বাচনী প্রচারে গিয়ে ফের কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ ভোট প্রচারের সময়সীমা কমানোর জন্য় কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি ৷
করোনা সংক্রমণ বাড়তে থাকায় গতকাল সর্বদলীয় বৈঠক করে নির্বাচন কমিশন ৷ তৃণমূলের তরফে আবেদন জানানো হয়, পরবর্তী 3 দফার ভোট কমিয়ে এক দফাতেই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে ৷ কিন্তু তাতে সম্মতি দেয়নি কমিশন ৷ উল্টে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট তিন দফাতেই হবে কিন্তু প্রচারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বলা হয়েছে, ভোট গ্রহণের 72 ঘণ্টা আগে রাজনৈতিক প্রচার বন্ধ করতে হবে এবং সন্ধে 7 টা থেকে রাত 10টা পর্যন্ত কোনও নির্বাচনী প্রচার করা যাবে না ৷