বর্ধমান, 11 এপ্রিল: শনিবার চতুর্থ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে নিহত হয়েছেন চারজন । রাজনৈতিক সংঘর্ষে গুলি খেয়ে প্রাণ গিয়েছে আরও এক তরুণের ৷ একই দিনে একটি জেলায় প্রাণ গেল পাঁচজন মানুষের ৷ জখম হয়েছেন আরও তিনজন ৷ সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার বর্ধমানে মোমবাতি হাতে নিয়ে রোড শো করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
রবিবার শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু নির্বাচন কমিশন বিধি নিষেধ আরোপ করায় তৃণমূল নেত্রী সেখানে যেতে পারেননি । চারদিন পরে সেখানে তিনি যাবেন বলে জানিয়েছেন । তবে প্রতিবাদ জানিয়ে এদিন তিনি বর্ধমানের রোড শো তে অংশ নেন । হুইল চেয়ারে বসে মোমবাতি হাতে তিনি নীরব প্রতিবাদ জানান । এমনিতেও এদিন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতলকুচির প্রতিবাদে পালন করা হচ্ছে কালাদিবস ৷