বর্ধমান, 9 এপ্রিল : বর্ধমানে মানুষের ঢল প্রমাণ করে দিচ্ছে বাংলায় পরিবর্তন নিশ্চিত । সাধারণ মানুষের প্রবল হাততালি বার্তা দিচ্ছে মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে । বর্ধমান রোড শোতে অংশ নিয়ে এমনই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন নাড্ডা ।
শুক্রবার বিকেলে বর্ধমানের বিজয়রাম থেকে বাজেপ্রতাপপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা রোড শোতে অংশ নেন জেপি নাড্ডা । তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় ও সন্দীপ নন্দী । নাড্ডা বলেন, "বর্ধমান শহরে যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে পরিষ্কার বাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে । বাংলায় আসল পরিবর্তন আসতে চলেছে । যেভাবে মানুষজন আজ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই । দিদি ও ভাইপোর সরকারকে বিদায় জানিয়েছে জনগণ । যে বাংলা ধর্ষণে, নারী পাচারে প্রথম সেই বাংলায় পদ্মফুল ফোটাতে হবে ।"