বর্ধমান, 20 এপ্রিল :বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল । গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের সাঁকো গ্রামে । অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল খণ্ডঘোষ বিধানসভায় নির্বাচন ছিল । সাঁকো গ্রাম খণ্ডঘোষ বিধানসভা এলাকার মধ্যে পড়ে । ওই দিন সাঁকো গ্রামে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঝামেলার জেরে হাতাহাতি হয় । বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে । ঘটনার জেরে বিজেপি কর্মীরা ঘরছাড়া । গতকাল সন্ধের দিকে বেশ কিছু তৃণমূল কর্মী বিজেপির দলীয় কার্যালয়ের পাশে জড়ো হয়েছিলেন বলে অভিযোগ । এরপরেই গভীর রাতে দলীয় কার্যালয়টি আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।