পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের ফলের আগেই তৃণমূলকে ‘বিরোধী’ বলে কটাক্ষ দিলীপের - মমতা বন্দ্যোপাধ্যায়

বর্ধমানে তৃণমূলের গুন্ডামির অবসান হবে বলে বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ অন্যদিকে, গতকাল বর্ধমানের রসিকপুরে তৃণমূলের কার্যালয়ে বিজেপি যুক্ত নয় বলে জানালেন তিন ৷ তবে, তাঁকে কালো পতাকা দেখানোয় বর্ধমানের সাধারণ মানুষই ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি দিলীপ ঘোষের ৷

bengal-election-2021-dilip-ghosh-mention-tmc-as-opposition-in-bardhaman-dkshin-assembly
ভোটের ফলের আগেই তৃণমূলকে ‘বিরোধী’ বলে উল্লেখ দিলীপ ঘোষের

By

Published : Apr 14, 2021, 1:37 PM IST

পূর্ব বর্ধমান, 14 এপ্রিল : বর্ধমানের রসিকপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি ভাঙচুর চালায়নি ৷ আজ সকালে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ সেই সঙ্গে তাঁর বার্তা, যারা এতদিন বর্ধমানের মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ সেই অত্যাচারের জবাব দিচ্ছে ৷

এদিন সকালে বর্ধমান দক্ষিণ থেকে মেমারির উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ ৷ তবে, বর্ধমান শহর ছেড়ে যাওয়ার আগে তিনি জানালেন, এবারে বিধানসভা নির্বাচনে বর্ধমানের অধিকাংশ আসন বিজেপির দখলেই থাকবে ৷ আর বিরোধী হিসেবে তৃণমূলকে দু-একটি আসন ছেড়ে দেবে বিজেপি ৷ সেই সঙ্গে এও জানালেন পঞ্চম দফার নির্বাচনেও প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে ৷ আর যারা ভোটগ্রহণে বাধা দেবে তাদের জন্য কেন্দ্রীয় বাহিনী সমস্যা তৈরি করবে ৷

ভোটের ফলের আগেই তৃণমূলকে ‘বিরোধী’ বলে উল্লেখ দিলীপ ঘোষের

আরও পড়ুন : মমতার ধর্না নিয়ে কটাক্ষ শুভেন্দুর

অন্যদিকে, কমিশনের নিষেধাজ্ঞায় 24 ঘণ্টার জন্য প্রচার করতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যার প্রতিবাদে গতকাল গান্ধি মূর্তির পাদদেশে সাড়ে তিন ঘণ্টা ধর্না দিয়েছেন তিনি ৷ এই সাড়ে তিন ঘণ্টার ধর্নায় ছবি আঁকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, 2 মে-র পর থেকে ওনার কোনও কাজ থাকবে না ৷ তখন ছবিই আঁকতে হবে ৷ তাই ছবি আঁকা প্র্যাক্টিস করছিলেন মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details