পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকদার পর কালনায়, বিজেপি কর্মীর দেহ উদ্ধার - কালনাতে বিজেপি কর্মীর দেহ উদ্ধার

বিজেপি কর্মীর দেহ উদ্ধার কালনায় ৷ অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছে ৷ তদন্তে পুলিশ ৷

চাকদার পর কালনায়, বিজেপি কর্মীর দেহ উদ্ধার
চাকদার পর কালনায়, বিজেপি কর্মীর দেহ উদ্ধার

By

Published : Apr 19, 2021, 12:23 PM IST

Updated : Apr 19, 2021, 1:32 PM IST

কালনা, 19 এপ্রিল : 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিজেপি কর্মীর দেহ উদ্ধার ৷ এবার কালনায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার কল্যাণপুরে ৷ মৃত বিজেপি কর্মীর নাম অখিল প্রামাণিক ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অখিলকে খুন করেছে ৷ তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিজেপির একনিষ্ঠ কর্মী হওয়ায় তাঁকে বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছিল ৷ তিনি রীতিমতো আতঙ্কিত ছিলেন ৷ অন্যান্য দিনের মতো গতরাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে যান অখিল ৷ তারপর ভোরবেলায় তিনি বাড়ি থেকে বের হন ৷ কিন্তু বেলা বাড়লেও বাড়ি ফেরেননি ৷ বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করতে শুরু করেন ৷ বাড়ির থেকে কিছুটা দূরের একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় ৷ খবর দেওয়া হয় কালনা থানায় ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে কালনা মেডিকেলে পাঠায় ৷ সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : চাকদায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার

অখিলের স্ত্রী মৌ প্রামাণিক বলেন, "গত কয়েকদিন ধরে তৃণমূলের তরফে খুনের হুমকি দেওয়া হচ্ছিল ৷ ওদের আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ৷" এবিষয়ে বিজেপির অন্যান্য নেতৃত্বদের বক্তব্য, ঘটনার পূর্ণ তদন্তের জন্য সিবিআই তদন্ত করা হোক ৷ দোষীদের উপযুক্ত শাস্তি চাই ৷ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি ৷

কালনায় বিজেপির কর্মীর দেহ উদ্ধার, দেখুন ভিডিয়ো...

অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, অভিযোগ ভিত্তিহীন ৷ তদন্ত করা হোক ৷ আমরাও দোষীর উপযুক্ত শাস্তি চাই ৷ এটা আত্মহত্যা নাকি খুন তার তদন্ত শুরু হয়েছে পুলিশ ৷

Last Updated : Apr 19, 2021, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details