কালনা, 19 এপ্রিল : 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিজেপি কর্মীর দেহ উদ্ধার ৷ এবার কালনায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার কল্যাণপুরে ৷ মৃত বিজেপি কর্মীর নাম অখিল প্রামাণিক ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অখিলকে খুন করেছে ৷ তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিজেপির একনিষ্ঠ কর্মী হওয়ায় তাঁকে বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছিল ৷ তিনি রীতিমতো আতঙ্কিত ছিলেন ৷ অন্যান্য দিনের মতো গতরাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে যান অখিল ৷ তারপর ভোরবেলায় তিনি বাড়ি থেকে বের হন ৷ কিন্তু বেলা বাড়লেও বাড়ি ফেরেননি ৷ বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করতে শুরু করেন ৷ বাড়ির থেকে কিছুটা দূরের একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় ৷ খবর দেওয়া হয় কালনা থানায় ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে কালনা মেডিকেলে পাঠায় ৷ সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷