পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আউশগ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষ, আহত চার - assembly election 2021

বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের কুরুম্বা গ্রামে আজ একটি কর্মীসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস ৷ গতরাতে সেখানেই দলীয় পতাকা ও পোস্টার লাগানোর কাজ চলছিল ৷ পাশাপাশি ওই এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা ৷ এরপরেই অশান্তি শুরু হয় ৷

BJP
আহত ব্য়ক্তি

By

Published : Apr 10, 2021, 11:24 AM IST

আউশগ্রাম, ১০ এপ্রিল : দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্য়ে সংঘর্ষ ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার কুরুম্বা গ্রাম এলাকায়। ঘটনায় চারজন তৃণমূল কর্মী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷

বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের কুরুম্বা গ্রামে আজ একটি কর্মীসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস ৷ গতরাতে সেখানেই দলীয় পতাকা ও পোস্টার লাগানোর কাজ চলছিল ৷ পাশাপাশি ওই এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা ৷ এরপরেই অশান্তি শুরু হয় ৷ একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করে ৷ তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, তাদের কর্মীদের মারধরের পাশাপাশি তৃণমূল সমর্থকদের বাড়িঘরও ভাঙচুর করা হয় ৷ যদিও বিজেপির তরফেও অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন-টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কসবায়

দু‘পক্ষের মধ্য়ে প্রথমে বচসা শুরু হয় ৷ পরে তা হাতাহাতিতে পৌঁছয়। লাঠি-বাঁশ নিয়ে একে অপরকে আক্রমণ করে বলে অভিযোগ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, তাদের চারজন কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

যদিও বিজেপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে তৃণমূল ৷

ABOUT THE AUTHOR

...view details