পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমাদের খেলা উন্নয়নের, মানুষের পাশে থাকার; বললেন আলুওয়ালিয়া - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

আগামী সোমবার বর্ধমানের তালিতের সাই কমপ্লেক্সে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদি । তার আগে বুধবার অর্থাৎ গতকাল সাই কমপ্লেক্সের মাঠ পরিদর্শন করেন বিজেপি সাংসদ আলুওয়ালিয়া । এদিন সুরিন্দর সিং আলুওয়ালিয়া 'খেলা হবে' প্রসঙ্গে বলেন, "ওরা তো খেলা বলতে ফুটবল খেলা বোঝাচ্ছে । আমি তো ফুটবল দলের ক্যাপ্টেন বাইচুং ভুটিয়াকে হারিয়েছিলাম । ওদেরও খেলা দেখাব ।"

আমাদের খেলা উন্নয়নের, মানুষের পাশে থাকার; বললেন আলুওয়ালিয়া
আমাদের খেলা উন্নয়নের, মানুষের পাশে থাকার; বললেন আলুওয়ালিয়া

By

Published : Apr 8, 2021, 9:09 AM IST

Updated : Apr 8, 2021, 9:31 AM IST

বর্ধমান, 8 এপ্রিল : তৃণমূল যখন চাইছে খেলা হবে, তখন আমরাও খেলব । আমি তো ফুটবল খেলোয়াড় বাইচুং ভুটিয়াকে দুই লাখের বেশি ভোটে হারিয়ে সাংসদ হয়েছিলাম । এখানেও খেলা দেখাব । গতকাল বর্ধমানে নরেন্দ্র মোদির সভাস্থান পরিদর্শন করতে এসে এমনই বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

আগামী সোমবার বর্ধমানের তালিতের সাই কমপ্লেক্সে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদি । তার আগে বুধবার অর্থাৎ গতকাল সাই কমপ্লেক্সের মাঠ পরিদর্শন করেন বিজেপি সাংসদ আলুওয়ালিয়া । সেখানে বিজেপির পক্ষ থেকে পূজার্চনার ব্যবস্থা করা হয় ৷ এদিন সুরিন্দর সিং আলুওয়ালিয়া 'খেলা হবে' প্রসঙ্গে বলেন, "ওরা তো খেলা বলতে ফুটবল খেলা বোঝাচ্ছে । আমি তো ফুটবল দলের ক্যাপ্টেন বাইচুং ভুটিয়াকে হারিয়েছিলাম । ওদেরও খেলা দেখাব । আমাদের খেলা হবে উন্নয়নের খেলা, মানুষের পাশে থাকার খেলা । ওদের মত মারামারি খেলায় আমরা বিশ্বাস করি না । তবে খেলায় গোল আমরাই দেব ।

আরও পড়ুন,করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, "জনগণ ফ্লেক্স, ফ্ল্যাগ দেখে ভোট দেয় না ৷ মানুষের আচরণ দেখে ভোট দেয় ৷ ওরা যে আচরণটা গত দশ বছরে করেছে, তা মানুষের মনে গেঁথে গিয়েছে ৷ তাই তাঁরা শান্ত থাকলেও আসল পরীক্ষার সময় ঠিক লিখে দেবে ৷"

Last Updated : Apr 8, 2021, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details