বর্ধমান, 22 মার্চ : ভোটবাক্সে ঝড় তুলতে মরিয়া প্রতিটি রাজনৈতিক দল ৷ সেই লক্ষে নিত্যনতুন পন্থা অবলম্বন করে চলছে প্রচার ৷ সেরকমই গতকাল রবিবাসরীয় প্রচার সারলেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার নয়, বর্ধমানের বিভিন্ন বাজার ঘুরলেন তিনি ৷ কথা বললেন ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে ৷
রবিবার সকাল থেকে সন্দীপবাবু চষে বেড়ান বর্ধমানের একাধিক বাজার ৷ যান বর্ধমানের তেঁতুলতলা বাজার, রানিগঞ্জ বাজার, কার্জন গেট, বিসি রোডসহ বিভিন্ন এলাকা ৷ এমনিতেই অন্যদিনের তুলনায় রবিবার বাজারগুলিতে ভিড় থাকে থিকথিকে ৷ নির্বাচনী প্রচারের জন্য সেই থিকথিকে ভিড়কেই বেছে নেন বিজেপি প্রার্থী ৷ ব্যবসায়ীদের ব্যবসা কীরকম চলছে থেকে শুরু করে তাঁদের পরিবারের হাল হকিকত জিজ্ঞাসা করতে দেখা যায় তাঁকে ৷ আবার কখনও ফুটে উঠল ক্রেতাদের সঙ্গে খোশমেজাজে গল্প করতে করতে তাঁর ভোট প্রার্থনার ছবি ৷ প্রার্থীকে পেয়ে তাঁদের সমস্যার কথা জানান ব্যবসায়ী-খদ্দেরদের একাংশ ৷