পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 13, 2021, 4:27 PM IST

ETV Bharat / state

দেশবাসীর জন্য ভাবেন না মোদি: খণ্ডঘোষের ফাঁকা মাঠ থেকে কেন্দ্রকে হুঙ্কার অভিষেকের

মঙ্গলবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ, রায়না এবং পূর্বস্থলীতে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ খণ্ডঘোষের সভায় কর্মী-সমর্থকদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি ৷ তবু ফাঁকা মাঠ থেকেই মোদি এবং বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি ৷

খণ্ডঘোষে অভিষেকের সভায় ফাঁকা মাঠ ৷
খণ্ডঘোষে অভিষেকের সভায় ফাঁকা মাঠ ৷

পূর্ব বর্ধমান, 13 এপিল: "করোনার 10 কোটি ভ্যাকসিন বিদেশে পাঠিয়ে দিয়েছেন মোদি ৷ ভারতবর্ষের জনসংখ্যা মোট 138 কোটি ৷ কিন্তু মাত্র 1 কোটি ভ্যাকসিন তিনি দেশের মানুষের জন্য রেখেছেন ৷ মোদি দেশের মানুষের জন্য ভাবেন না ৷" মঙ্গলবার খণ্ডঘোষের সভায় এই অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

এদিন সকাল থেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনই পূর্ব বর্ধমানের তিনটি জায়গায় জনসভা করেন অভিষেক ৷ প্রথমে খণ্ডঘোষ, তারপর রায়না এবং সব শেষে পূর্বস্থলী ৷ খণ্ডঘোষের সভায় মাঠ অনেকটাই ফাঁকা থাকতে দেখা যায় ৷ অবশ্য সেটি বিশেষ পাত্তা দেননি অভিষেক ৷ ফাঁকা মাঠ থেকেই কেন্দ্র বা বিজেপি কাউকেই রেয়াত করেননি তিনি ৷ মোদির সমালোচনা করে বলেন, ‘‘দেশের জন্য ভাবেন না ৷ দেশের মানুষের জন্য যথেষ্ট করোনার ভ্যাকসিন রাখেননি ৷ বেশির ভাগটাই পাঠিয়ে দিয়েছেন বিদেশে ৷’’ অভিষেকের আক্রমণের নিশাবায় ছিলেন দিলীপ ঘোষও ৷ শীতলকুচির প্রসঙ্গে দিলীপের বক্তব্য নিয়ে তাঁকে কটাক্ষ করতে ভোলননি অভিষেক ৷

এদিন পূর্ব বর্ধমান থেকে মমতার সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক ৷ চলতি নির্বাচনের প্রচারে তিনি যেমন চ্যালেঞ্জ জানাচ্ছেন বিজেপিকে তেমনটি এদিনও জানালেন ৷ বললেন, ‘‘উন্নয়নের খতিয়ান নিয়ে বসতে রাজি মোদির সঙ্গে ৷ মোদি জানাবেন বাংলার মানুষের জন্য তিনি কী কী করেছেন আর আমি বলব মমতা বাংলার মানুষের জন্য কী কী করেছেন ৷’’ এই প্রসঙ্গেই তিনি স্বাস্থ্যসাথী, স্টুডেন্ড ক্রেডিট কার্ড, কৃষকদের জন্য প্রকল্প-সহ তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা মনে করিয়ে দেন ৷ বিরোধীদের খোঁচা দিয়ে বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একা একজন নারী লড়াই করছেন ৷ এই একা নারীর সঙ্গে লড়াই করতে গিয়ে সবার নাড়ি-ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে !"

ABOUT THE AUTHOR

...view details