জামালপুর, 25 অক্টোবর: শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বেঙ্গালুরুতে গ্রেফতার হয়েছেন পূর্ব বর্ধমানের এক দম্পতি (Bengal Couple Arrested in Bengaluru) ৷ তাঁদের জেল হেফাজতে রাখা হয়েছে ৷ তাঁদের সঙ্গে আছে দেড় বছরের সন্তানও ৷ বিষয়টি নিয়ে চরম দুঃশ্চিন্তায় তাঁদের পরিবার। তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করছেন।
পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম পঞ্চায়েতের তেলে গ্রাম এলাকার বাসিন্দা পলাশ অধিকারী ৷ 5 মাস আগে স্ত্রী শুক্লা এবং দেড় বছরের সন্তানকে সঙ্গে নিয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে বেঙ্গালুরুতে যান ৷ কিন্তু, সেখানে তাঁরা এক ব্যক্তির অধীনে বর্জ্য পদার্থ কুড়ানোর কাজ করছিলেন ৷ গত জুলাই মাসে সেই এলাকায় পুলিশ হানা দেয় ৷ সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi Infiltrators) সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ৷ তাঁদের মধ্যে পলাশ অধিকারী এবং তাঁর স্ত্রী শুক্লা অধিকারী রয়েছেন ৷
পলাশ ও শুক্লা ভালো হিন্দি না-জানায় বাংলাতেই কথাবার্তা বলছিলেন ৷ তাই বাংলাদেশি সন্দেহে (Suspicion of Being Bangladeshi Infiltrators) তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ পরে আদালত তাঁদের জেল হেফাজতে পাঠায় ৷ পরে জামালপুর থেকে তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড-সহ যাবতীয় নথিপত্র পাঠানো হয় বেঙ্গালুরুতে ৷ জামালপুর থানার পুলিশও বেঙ্গালুরু পুলিশের সঙ্গে যোগাযোগ করে ৷ কিন্তু, কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷ এবার পলাশের পরিবার জামালপুরের বিডিও এবং স্থানীয় বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন ৷
আরও পড়ুন:সীমান্ত পেরোতেই মুম্বইয়ে পাচার ! মালদায় গ্রেফতার দুই বাংলাদেশি মহিলা
এ নিয়ে স্থানীয় বাসিন্দা সুনীল অধিকারী বলেন, ‘‘জুলাই মাসের শেষের দিকে তাঁরা বেঙ্গালুরু যান রাজমিস্ত্রীর কাজ করতে । সেখানে কয়েকজন লোকের সঙ্গে তাঁরা গ্রেফতার হয় ৷ পরবর্তীকালে জানা যায়, ওরা পরিচয় দেওয়া সত্ত্বেও, আটকে রাখা হয়েছে ৷ ওরা বাংলাভাষী, ভালো হিন্দি বলতে পারেন না ৷ তাই বাংলাদেশি সন্দেহে তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার পরে, ভোটার কার্ড, আধার কার্ড-সহ ভারতীয় হিসেবে যাবতীয় প্রমাণপত্র পুলিশকে জমা দেওয়া হয়েছে ৷’’