দাঁইহাট, 9 ফেব্রুয়ারি:দাঁইহাট পৌরসভার (Bengal civic polls 2022) পাশাপাশি দুটি ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন স্বামী-স্ত্রী (BJP candidates intimate pictures in Poster) বিনীতা বড়াল ও সিদ্ধার্থ বড়াল । মঙ্গলবার দুজনেই কাটোয়া মহকুমাশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । ঠিক তার পরদিনই দাঁইহাট শহর জুড়ে দুজনের ঘনিষ্ঠ ছবির পোস্টার সাঁটানো হল । সেই সঙ্গে বিনীতা বড়ালের সৈকতে ছোট পোশাক পরা ছবিও বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় । যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় । বিষয়টি পুলিশকে জানিয়েছেন ওই প্রার্থীরা ।
পূর্ব বর্ধমান জেলায় 27 ফেব্রুয়ারি যে ছটি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে, তার মধ্যে অন্যতম দাঁইহাট পৌরসভা । ওই পৌরসভায় 4নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন সিদ্ধার্থ বড়াল (Husband wife both bjp candidates)। পাশের 5নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী বিনীতা বড়াল ।
আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : মনোনয়ন জমা নিয়ে উত্তেজনা দিনহাটায়, মিহির গোস্বামীকে গো-ব্যাক ধ্বনি