পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP candidates intimate pictures in Poster: বিজেপির স্বামী-স্ত্রী প্রার্থীর ঘনিষ্ঠ ছবির পোস্টারে চাঞ্চল্য দাঁইহাটে

স্বামী-স্ত্রী দুজনেই পৌরসভা নির্বাচনে (Bengal civic polls 2022) বিজেপির প্রার্থী (BJP candidates intimate pictures in Poster)৷ তাঁদের ঘনিষ্ঠ ছবির পোস্টার ছড়িয়ে দেওয়া হল দাঁইহাটে ৷ এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির নেতা ও নেত্রী ৷

Bengal civic polls 2022: Husband wife both bjp candidates, their intimate pictures circulated at Burdwan
বিজেপির স্বামী-স্ত্রী প্রার্থীর ঘনিষ্ঠ ছবির পোস্টারে চাঞ্চল্য দাঁইহাটে

By

Published : Feb 9, 2022, 5:30 PM IST

দাঁইহাট, 9 ফেব্রুয়ারি:দাঁইহাট পৌরসভার (Bengal civic polls 2022) পাশাপাশি দুটি ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন স্বামী-স্ত্রী (BJP candidates intimate pictures in Poster) বিনীতা বড়াল ও সিদ্ধার্থ বড়াল । মঙ্গলবার দুজনেই কাটোয়া মহকুমাশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । ঠিক তার পরদিনই দাঁইহাট শহর জুড়ে দুজনের ঘনিষ্ঠ ছবির পোস্টার সাঁটানো হল । সেই সঙ্গে বিনীতা বড়ালের সৈকতে ছোট পোশাক পরা ছবিও বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় । যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় । বিষয়টি পুলিশকে জানিয়েছেন ওই প্রার্থীরা ।

পূর্ব বর্ধমান জেলায় 27 ফেব্রুয়ারি যে ছটি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে, তার মধ্যে অন্যতম দাঁইহাট পৌরসভা । ওই পৌরসভায় 4নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন সিদ্ধার্থ বড়াল (Husband wife both bjp candidates)। পাশের 5নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী বিনীতা বড়াল ।

আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : মনোনয়ন জমা নিয়ে উত্তেজনা দিনহাটায়, মিহির গোস্বামীকে গো-ব্যাক ধ্বনি

বিনীতা বড়াল বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা । এ দিন দাঁইহাটের মাছবাজার এলাকায় সিদ্ধার্থ ও বিনীতার বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সাঁটানো হয় । যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । বিনীতা বড়ালের অভিযোগ, "এই কাজ তৃণমূলের দুষ্কৃতীদের । স্বামী-স্ত্রীর ছবি বিকৃত করে তারা নোংরামি করছে । পুলিশকে বিষয়টি জানানো হয়েছে ।"

দাঁইহাটের তৃণমূল নেতা শিশির মণ্ডল এ প্রসঙ্গে বলেছেন, "এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে ঘটেছে । এই ঘটনায় বিজেপির লোকেরাই যুক্ত আছে । তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।"

আরও পড়ুন :Kunal Ghosh on Suvendu Adhikari : তৃণমূলের দরজায় ঠক ঠক করছেন শুভেন্দু, দাবি কুণাল ঘোষের

ABOUT THE AUTHOR

...view details