বর্ধমান, 20 এপ্রিল: বুধবার বর্ধমান শহরের পাইকারি বাজার বন্ধের সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স। মঙ্গলবার সন্ধ্যায় তারা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বাজার বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।
বুধবার বর্ধমানের পাইকারি বাজার বন্ধ - Bardhaman wholesale market closed
ভিড় বাড়ছে বাজারে, সামাজিক দূরত্ব থাকছে না। এমত অবস্থায় আগামীকাল বুধবার বর্ধমান পাইকারি বাজার বন্ধ রাখা হচ্ছে।
![বুধবার বর্ধমানের পাইকারি বাজার বন্ধ Bardhaman wholesale market closed](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6887773-235-6887773-1587492419050.jpg)
পাইকারি বাজারের একাংশের ব্যবসায়ীদের অভিযোগ, যেভাবে বাজারে ভিড় বাড়ছে তাতে তাঁরা সংক্রমণের আশঙ্কা করছেন। অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব থাকছে না বাজারে, এমনই অভিযোগ। এরমধ্যে জেলার খণ্ডঘোষ এলাকায় কোরোনা সংক্রমণের সন্ধান মেলায় পাইকারি বাজারের ব্যবসায়ীরা আরও চিন্তায় পড়েছেন। যেহেতু, বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার ব্যবসায়ীরাও এই বাজার থেকেই জিনিসপত্র কেনাকাটা করে থাকেন। আরও কিছু সমস্যা তৈর হচ্ছিল লকডাউনের কারণে। সব মিলিয়ে সংগঠনের পক্ষ থেকে সপ্তাহে দু'দিন বাজার বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে, আপাতত কেবল আগামীকালই বাজার বন্ধ থাকছে। বেশ কিছু ক্ষেত্রে প্রশাসন সাহায্যের আশ্বাস দিয়েছে বলে জানানো হয়েছে পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স তরফ থেকে।
পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের সাধারণ সম্পাদক চন্দ্রবিজয় যাদব বলেন, "শুধুমাত্র বুধবারই পাইকারি ফল, সবজি, মাছের বাজার বন্ধ রাখা হবে। যেহেতু, বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার, রানিগঞ্জ পাইকারি বাজারেও ভিড় বাড়ছে। এছাড়া মেদিনীপুর, মুর্শিদাবাদ, কালনা, নদিয়া ,বাঁকুড়া, কলকাতা থেকে সবজি ও ফল আসছে নিয়মিত। সে সব নিয়ে কিছু সমস্যাও হচ্ছিল। প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই আগামীদিনে বাজার বন্ধ রাখার পরিকল্পনা বাতিল করা হয়েছে।"