পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ভয় দেখিয়ে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ , অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ - Bardhaman University

22 জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এক অধ্যাপক অংশুমান করের বিরুদ্ধে ছাত্রীদের ভয় দেখিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে । কোনও ছাত্রী ঘনিষ্ঠ হতে অরাজি হলে তাদের ভবিষ্যত নষ্ট করে দেওয়ার ভয় দেখাতেন । বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও একটি অডিয়ো ক্লিপিংস পাঠিয়ে মেইলে অভিযোগ জানানো হয় ৷ এরপরেই তদন্তে নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

বর্ধমান বিশ্ববিদ্যালয়
বর্ধমান বিশ্ববিদ্যালয়

By

Published : Sep 9, 2020, 4:28 PM IST

বর্ধমান , 9 সেপ্টেম্বর : ছাত্রীদের ভয় দেখিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ৷ কয়েকদিন আগেই ওই অধ্যাপকের সঙ্গে এক ছাত্রীর কথোপকথন সংক্রান্ত একটি অডিয়ো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে মেইল করে ওই অধ্যাপকের নামে লিখিত অভিযোগ পাঠানো হয়েছিল । এবার এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ইংরেজির অধ্যাপক অংশুমান করের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে , ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় একটা কমিটি গঠন করেছিল । সমস্ত রিপোর্ট আসার পরে ওই অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয় । হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই ঘটনার তদন্ত করবেন বলে জানা গেছে । পাশাপাশি , তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত ওই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসংক্রান্ত কোনও কাজে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত , 22 জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এক অধ্যাপক অংশুমান করের বিরুদ্ধে ছাত্রীদের ভয় দেখিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে । বিষয়টি জানাজানি হলে তাদের কর্ম ও শিক্ষাজীবন নষ্ট করে দেওয়ার হুমকিও দেন তিনি । বিষয়টি জানিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি মেইল করা হয় । সেই মেলের সঙ্গে অডিয়ো ক্লিপিংস ও চ্যাটের বেশ কিছু স্ক্রিন শটও দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে সোশাল মিডিয়াতেও এক ছাত্রী ও ওই অধ্যাপক এবং তার পরিবারের লোকেদের মোবাইলের কথোপকথন ভাইরাল হয়েছে। অডিয়ো ক্লিপিংস থেকে জানা গেছে , ওই অধ্যাপক কবিতা লিখে বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন । কোনও ছাত্রী ঘনিষ্ঠ হতে অরাজি হলে তাদের ভবিষ্যত নষ্ট করে দেওয়ার ভয় দেখাতেন । এরপরেই তদন্তে নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details