বর্ধমান, 14 ফেব্রুয়ারি :বর্ধমান স্টেশন থেকে দু'দফায় 111টি কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য (News of Tortoise Rescue) ৷ রবিবার ডাউন চম্বল এক্সপ্রেস থেকে প্রথমে 39টি কচ্ছপ উদ্ধার করে আরপিএফ । অন্যদিকে জিআরপি উদ্ধার করে 5 বস্তা কচ্ছপ । সেগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে রেল পুলিশ সূত্রে খবর । এই ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ।
রবিবার বর্ধমান স্টেশনের 5নং প্ল্যাটফর্মে চম্বল এক্সপ্রেস এসে দাঁড়ানোর পর রুটিন চেকিং শুরু করে আরপিএফ ৷ সেই সময় ট্রেনটির এস-1নং কামরা থেকে দুটি বস্তা থেকে 39টি কচ্ছপ উদ্ধার হয় । এরপর স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আরও পাঁচটি বস্তা থেকে 72টি কচ্ছপ উদ্ধার করে রেলপুলিশ । এরপরই ঘটনায় সেখান থেকে দুই মহিলাকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের নাম পান্নি ও সীমা । দু'জনই উত্তরপ্রদেশের পাকড়ি থানার সুলতানপুরের বাসিন্দা ।
Tortoise Rescue From Bardhaman Station : বর্ধমান স্টেশনে উদ্ধার 111টি কচ্ছপ, গ্রেফতার 2 - news of tortoise rescue
বর্ধমান স্টেশন থেকে 111টি কচ্ছপ উদ্ধার (Tortoise Rescue From Bardhaman Station) ৷ গ্রেফতার 2 মহিলা ৷
![Tortoise Rescue From Bardhaman Station : বর্ধমান স্টেশনে উদ্ধার 111টি কচ্ছপ, গ্রেফতার 2 Tortoise Rescue From Bardhaman Station](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14459169-thumbnail-3x2-tortoise.jpg)
কচ্ছপ উদ্ধার
বর্ধমান স্টেশন থেকে উদ্ধার 111টি কচ্ছপ
Last Updated : Feb 14, 2022, 9:24 AM IST