বর্ধমান, 26 এপ্রিল : বর্ধমান ডেন্টাল কলেজের এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত হওয়ায় তাঁর সংস্পর্শে আসা 3 চিকিৎসক সহ 7 জনকে কোয়ারানটিনে থাকার পরামর্শ দিল জেলা স্বাস্থ্য বিভাগ । এর পাশাপাশি ওই চিকিৎসক আরও কতজনের সংস্পর্শে এসেছিলেন তারও তালিকা তৈরি করা হয়েছে ।
বর্ধমানে কোরোনায় আক্রান্ত চিকিৎসক, কোয়ারানটিনে পাঠানো হল 6 জনকে - bardhaman
বর্ধমানের ডেন্টাল কলেজের এক চিকিৎসক কোরোনায় আক্রান্ত । তাঁর সংস্পর্শে থাকা 6 জনকে পাঠানো হল কোয়ারানটিনে ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ওই চিকিৎসকের বাড়ি হাওড়া জেলায় । সম্প্রতি বর্ধমান ডেন্টাল কলেজের ডিউটি সেরে বাড়ি ফিরে যান তিনি। বাড়ি যাওয়ার কয়েকদিন পর তাঁর বাবার কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে । এই খবর পাওয়ার পরই তাঁকে এবং তাঁর সংস্পর্শে আসা 3 জন চিকিৎসক, 1 জন নার্স ও 2 জন হাউসস্টাফসহ মোট 7 জনকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেয় স্বাস্থ্য বিভাগ । গতকাল ওই চিকিৎসক ও তাঁর বোনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । সেখান থেকে জানা যায়, তাঁরা দু'জনই কোরোনায় আক্রান্ত ।
এরপর ওই চিকিৎসকের সংস্পর্শে আসা বাকি 6 জন অর্থাৎ 3 জন চিকিৎসক, 1 জন নার্স ও 2 জনকে কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে । যদিও তাঁরা কেউ পূর্ব বর্ধমান জেলার নন বলে জানা গেছে । ওই চিকিৎসকের সংস্পর্শে আরও কারা এসেছিলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।