শক্তিগড়, 11 মে: লাইনচ্যুত ডাউন বর্ধমান ব্যান্ডেল লোকাল । বুধবার রাত প্রায় সাড়ে ন'টা নাগাদ বর্ধমান হাওড়া মেন লাইনের শক্তিগড় স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে ৷ রাত পর্যন্ত লাইন মেরামতির কাজ হয়েছে ৷ তাই আপাতত বর্ধমান-হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ৷ তবে এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি ৷ লাইন চেঞ্জ করার সময় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে আধিকারিকদের প্রাথমিক অনুমান।
রেলসূত্রে খবর, বুধবার রাত ন'টা নাগাদ ডাউন বর্ধমান-ব্যান্ডেল মেন লাইন লোকাল বর্ধমান স্টেশন থেকে ছাড়ে ৷ ট্রেনটি শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে একটা বগি লাইনচ্যুত হয় ৷ তবে ঘটনায় কেউ আহত হননি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা ৷ ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতিতে এই ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে, এদিন ট্রেনটি গাংপুর স্টেশন ছাড়ার পরে প্রায় সাড়ে ন'টা নাগাদ শক্তিগড় স্টেশনে ঢুকছিল ৷ সেই সময় গাড়ির গতি তুলনামূলক কমই ছিল ৷ হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে ট্রেনটি কেঁপে ওঠে ৷ ট্রেনের কামরায় থাকা যাত্রীরা একে অপরের গায়ে হুমড়ি খেয়ে পড়ে ৷ আতঙ্কে যাত্রীরা চিৎকার করতে শুরু করে দেয় ৷ এরপরই ট্রেনটি থেমে যায় ৷ পরে দেখা যায় ট্রেনের একটা বগি লাইনচ্যুত হয়েছে ৷ তবে গতিবেগ কম থাকায় কেউ কারও কোনও আঘাত লাগেনি ৷
এর আগে 2022 সালের 13 জানুয়ারি একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির কাছে ময়নাগুড়িতে ৷ দোমোহনি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের 12টি কামরা ৷ এই দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছিলেন 42 জন ৷ মৃত্যু হয় এক রেলকর্মীরও ৷ এই ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয় ৷ পরে এই দুর্ঘটনার জন্য 8 জন রেলকর্মীকে দোষী সাব্যস্ত করা হয় ৷ সেবার চালক জানিয়েছিলেন, তিনি অ্যাডভান্স সিগন্যালের ঝাঁকুনি অনুভব করে ব্রেক কষেছিলেন ৷ কিন্তু তাতেও কিছু করা যায়নি ৷ পিছনে ফিরে দেখেন একের পর এক বগি উলটে গিয়েছে ৷
আরও পড়ুন: দোমোহনির রেল দুর্ঘটনায় মৃত অন্তত 9, পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু