বর্ধমান, 24 অগস্ট: অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারকের পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে । আসানসোল সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তীকে এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাপ্পা চট্টোপাধ্যায়(who is Bappa Chattapadhyay)নামে এক ব্যক্তির বিরুদ্ধে । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর(Bappa Chattapadhyay political Identity)। তৃণমূল ও বিজেপি দুই দলের তরফেই বাপ্পা বিপক্ষ দলের বলে দাবি উঠেছিল । যদিও দুটি রাজনৈতিক দলই জানিয়ে দিয়েছে বাপ্পা তাদের দলের কেউ নয় । বুধবার তার বিরুদ্ধে অভিযোগ থাকায় আসানসোলের পুলিশ বাপ্পাকে জিজ্ঞাসাবাদ করে ।
বাপ্পা চট্টোপাধ্যায়(Bappa Chattapadhyay)পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক ও রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের বর্ধমান ইউনিটের সহকারী সম্পাদক হওয়ায় বুধবার তার পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারি কর্মচারী সমিতি ।
আরও পড়ুন :সই জাল করে ফাঁসানো হচ্ছে, অনুব্রত মামলায় বিচারককে হুমকি প্রসঙ্গে জানালেন অভিযুক্ত
এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সাঁই বলেন, "বাপ্পা চট্টোপাধ্যায় আমাদের সদস্য । উনি দাবি করেছেন সেই চিঠির স্বাক্ষর তাঁর নয় । তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য কেউ এই কাজ করেছে । আমরা সংগঠনগতভাবে তার পাশে দাঁড়িয়েছি । আমরা চাই ঘটনার পূর্ণ ও যথাযথ তদন্ত হোক । সেই সই কার সেটা খতিয়ে দেখে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক ।"
তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সনৎ বক্সি বলেন, "ওনার মুখ চিনলেও ব্যক্তি হিসেবে সেভাবে চিনি না । সে তৃণমূল কংগ্রেসের কর্মীও নয় । এটা বিজেপির চক্রান্ত । তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত নয় এই ঘটনায় ।