আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 27 অগস্ট : অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠ তৃণমূল (Trinamool Congress) নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষের বিরুদ্ধে বেআইনিভাবে বালি, গরুর কারবার (Cattle Smuggling Case)-সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠল । বিষয়টি জানিয়ে গ্রামবাসীরা গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পাঠিয়েছে । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা রামকৃষ্ণ ঘোষ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ ঘোষ আউশগ্রাম-2 ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি । তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য । 2016 সালে অনুব্রত মণ্ডল তাঁকে আউশগ্রাম-2 ব্লকের ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত করেন । আগে তিনি ডেকরটার্সের ব্যবসা করতেন । কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হওয়ার পরেই তিনি ফুলেফেঁপে ওঠেন বলে অভিযোগ ।
তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে বালির ব্যবসা, জমির ব্যবসা, গরুর ব্যবসা চালানোর অভিযোগ ওঠে । বিভিন্ন এলাকায় তিনি নামে, বেনামে একাধিক জমি ও বাড়ি কিনেছেন বলে অভিযোগ । এমনকী, গ্রামে রাস্তাঘাট তৈরির সময় সেই টেন্ডার কে পাবে, তা রামকৃষ্ণ ঘোষের মাধ্যমেই ঠিক হত বলে এলাকাবাসীর দাবি ।
তাঁর বিরুদ্ধে তৃণমূল পার্টিতে, এমনকী বিডিওর কাছেও গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছিল । গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই অভিযোগ পাঠানো হয়েছিল । কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কেউ কোনও ব্যবস্থা নেয়নি ।