আউশগ্রাম, 21 সেপ্টেম্বর : ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে গ্রামছাড়া করার চেষ্টা করল বুধিন বাস্কি নামে অপর এক মহিলাসহ বেশ কয়েকজন গ্রামবাসী । আউশগ্রামের দিগনগর কেওতলা আদিবাসী পাড়ার ঘটনা । খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে । পুলিশকে লক্ষ্য করে তির ছুড়তে থাকে । পরে পুলিশ বুধিন বাস্কিসহ কয়েকজনকে আটক করেছে।
গত মঙ্গলবার গ্রামে মনসা পুজো ছিল । ওইদিন বুধিন বাস্কি খড়ি নদীতে স্নান করতে যায় । স্নানের পর না খেয়ে পুজো স্থানেই বসে থাকে। সেখান থেকেই গ্রামের অপর এক মহিলাকে ডাইনি বলে অপবাদ দিতে শুরু করে । ওই মহিলার কুদৃষ্টির কারণেই অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করে । ওই মহিলার জন্য গ্রামে আরও অনেক মানুষের ক্ষতি হবে বলে চিৎকার করতে থাকে । এইসব কথা গ্রামের মানুষজন বিশ্বাস করে নেয় । গতকাল ঘটনার সূত্র ধরেই গ্রামবাসীরা বুধিনের কথা মতো ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে গ্রামছাড়া করার চেষ্টা করতে থাকে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে মহিলাকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে । কিন্তু গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে । সন্ধে নাগাদ ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । এরপর স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে তির ছুড়তে শুরু করে । পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় । ঘটনায় পুলিশ অভিযুক্ত বুধিনসহ তিনজনকে আটক করেছে।