বর্ধমান, 3 ডিসেম্বর :বাড়িতে বাড়িতে সকলের ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা তা জানা তাঁর নিত্যদিনের কাজের মধ্যেই অন্যতম ৷ আর সেই কারনেই বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছিলেন এক আশা কর্মী । কিন্তু এই খোঁজ নিতে গিয়েই এক বাড়িতে তাঁকে হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ (Asha worker faces harassment as she was asking about vaccination)। ঘটনার জেরে পূর্বস্থলীর দোগাছিয়া পঞ্চায়েতের হাটতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পূর্বস্থলী-1 ব্লকের বিডিও এবং বিএমওএইচের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন ওই আশা কর্মী । যদিও অভিযুক্ত পরিবারটি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পূর্বস্থলী ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের হাটতলা এলাকায় এক আশা কর্মী স্থানীয় বাসিন্দা নিতাই ঘোষের বাড়িতে তার ছেলের ভ্যাকসিন হয়েছে কিনা তা খোঁজ নিতে গিয়েছিলেন । আশাকর্মীর অভিযোগ, সেই সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এমনকি গৃহকর্তা তাঁকে মারতেও উদ্যত হন ৷
Asha worker faces harassment : ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা খোঁজ নিতে গিয়ে হেনস্থার মুখে আশা কর্মী - হেনস্থার মুখে আশা কর্মী
ভ্য়াকসিন নেওয়া হয়েছে কিনা তা জানতে চেয়েই বিপত্তি, চরম হেনস্থার মুখে পড়তে হল এক আশাকর্মীকে (Asha worker faces harassment as she was asking about vaccination) ৷ আশাকর্মীর অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ তো বটেই, এমনকি তাঁকে মারতেও উদ্যত হন গৃহকর্তা ৷
আরও পড়ুন :রাজ্যে নিম্নমুখী করোনা সংক্রমণ, মৃত 13
বিডিওকে লিখিত অভিযোগ করে তিনি জানিয়েছেন, এদিন নিতাই ঘোষের বাড়িতে ভ্যাকসিন সংক্রান্ত খোঁজ খবর নিতে গেলে প্রকাশ্যে বাজারে নিতাই ঘোষ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন । আমাকে মারতেও উদ্যত হন । আমার অপরাধ, ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা তা জানতে চাওয়া । আমাকে যে ভাষায় প্রকাশ্যে সবার সামনে গালিগালাজ করা হয়েছে তাতে আমি কাউকে মুখ দেখাতে লজ্জা পাচ্ছি । আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ করে করেছে নিতাই ঘোষ ।