বর্ধমান, 28 অগাস্ট : নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী । কিন্তু, তারপরও হয়নি ৷ এই অভিযোগে বিক্ষোভ দেখাল প্রাথমিকের চাকরিপ্রার্থীরা ৷ নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার আবেদন জানাল 2015 সালের TET পাশ করা এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা । তিন দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির উদ্দেশে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি ও স্কুল পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় প্রশিক্ষণপ্রাপ্তদের ঐক্য মঞ্চ ।
শিক্ষক পদে নিয়োগের দাবিতে বর্ধমানে স্মারকলিপি জমা প্রশিক্ষণ প্রাপ্তদের - বর্ধমানে স্মারকলিপি জমা প্রশিক্ষণপ্রাপ্তদের
তিন দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির উদ্দেশে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি ও স্কুল পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় প্রশিক্ষণ প্রাপ্তদের ঐক্য মঞ্চ ।
পশ্চিমবঙ্গ প্রাথমিক TET 2015 সালের উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত ঐক্য মঞ্চের সদস্যরা জানান, দাবি-দাওয়া সমেত যে পত্র আজ তাঁরা পেশ করেছেন, তাতে 2015 সালের প্রাইমারি TET পাশ করা এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এমন 1200 জন প্রার্থীকে শিক্ষামন্ত্রীর ঘোষিত পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত প্রাথমিক শিক্ষক পদে সরাসরি নিয়োগ করার দাবি জানানো হয়েছে । একই সঙ্গে নতুন পরীক্ষা ছাড়াই (2015-র TET) পরীক্ষার সাপেক্ষেই তাঁদের সরাসরি নিয়োগ করতে হবে বলেও জানানো হয়েছে।
তাঁরা আরও জানান, বর্তমান সরকার ইতিমধ্যেই প্রায় 10 হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি যুক্ত করেছে । এরপরও আট হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি চলতি বছরে যুক্ত হয়েছে । যার জেরে বেশকিছু শূন্যপদ তৈরি হয়েছে । তাই শিক্ষক-শিক্ষিকার প্রয়োজনে অবিলম্বে তাঁদের নিয়োগ করার দাবি জানানো হয়েছে ।