পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেতুগ্রামে অস্ত্র উদ্ধার

এদিন কেতুগ্রামের বেরুগ্রামের চিনিসপুর এলাকার একটা মাঠ থেকে একটা কার্বাইন, ৩০ টা গুলি, দুটো ম্যাগাজিন, দুটো ডবল ব্যারেল বন্দুক উদ্ধার করে পুলিশ ।

কেতুগ্রামে অস্ত্র উদ্ধার
কেতুগ্রামে অস্ত্র উদ্ধার

By

Published : Apr 21, 2021, 9:42 PM IST

কেতুগ্রাম, 21 এপ্রিল : বোমা বিস্ফোরণের পর কেতুগ্রামে অস্ত্র উদ্ধার করল কেতুগ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার কেতুগ্রাম বিধানসভার নির্বাচন। তার আগের দিন ফের অস্ত্র উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

এদিন কেতুগ্রামের বেরুগ্রামের চিনিসপুর এলাকার একটা মাঠ থেকে একটা কার্বাইন, ৩০ টা গুলি, দুটো ম্যাগাজিন, দুটো ডবল ব্যারেল বন্দুক উদ্ধার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে , বুধবার রাতে চিনিসপুর এলাকায় বোমা বাঁধার সময় বোমা বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয় । ঘটনায় কেতুগ্রাম থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে । এদিন মহম্মদ মহিউদ্দিন শেখ ওরফে আকুল শেখ, মহম্মদ তাজুদ্দিন আহমেদ ওরফে সম্রাট শেখ এবং রফিকুল শেখ ওরফে রাফাই শেখকে গ্রেপ্তার করে । তিনটি মোটর বাইক সহ একটি ভ্যানও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

ধৃত মহিউদ্দিন ও তাজউদ্দিনের বাড়ি চিনিসপুর এলাকায় । রফিকুলের বাড়ি বেরুগ্রামে । ধৃত তিন অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত । যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল তার পাশের জমি থেকে পুলিশ অস্ত্র উদ্ধার করে । তবে এদিন অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি । তল্লাশি শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।

আরও পড়ুন :ভোট কর্মীদের নিয়ে উল্টে গেল বাস, আহত ১১

ABOUT THE AUTHOR

...view details