নদিয়া, 4 এপ্রিল : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ । নদিয়া জেলার কৃষ্ণনগর জেলা পুলিশ এবং রানাঘাট জেলা পুলিশের তত্ত্বাবধানে প্রতিটি থানা এলাকায় তল্লাশি চলছে । এর ফলে প্রতিদিনই নদিয়া জেলার একাধিক থানায় আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে ।
গতকাল রাতে ফের তল্লাশি চালিয়ে হাঁসখালি থানার পুলিশ 8টি বিদেশি পিস্তল এবং 5টি বোমা উদ্ধার করেছে (Arms and bombs recovered) । প্রশাসনিক সূত্রে খবর, হাঁসখালি থানার পুলিশের কাছে খবর ছিল ইটাবেড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত পাম্পে দেশি পিস্তল মজুত রয়েছে । গতকাল রাতে পুলিশ ওই এলাকায় তল্লাশি শুরু করে ।