পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমিত শাহ মোটা লোক, নকুলদানাই শেষ কথা বলবে : অনুব্রত - amit shah

অমিত শাহ একটা পাগল, ওর কোনও বুদ্ধিসুদ্ধি আছে নাকি ? একটা মোটা লোক, ওর কোনও যোগ্যতা নেই। বললেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল

By

Published : Apr 1, 2019, 10:17 AM IST

গুসকরা, 1 এপ্রিল : "একটা মোটা লোক, ওর কোনও যোগ্যতা নেই।" অমিত শাহকে এভাবেই কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল। তিনি আরও বলেন, "একটা পাগল, ওর কোনও বুদ্ধিসুদ্ধি আছে নাকি ? নকুলদানাই শেষ কথা বলবে।"

আজ গুসকরায় রটন্তী কালীমন্দিরে পুজো দেন অনুব্রত মণ্ডল। এরপর কর্মী-সমর্থকদের নকুলদানা বিতরণ করেন। হুডখোলা জিপে করে প্রচারে নামেন অনুব্রত। বলেন, "মানুষ বুঝে গেছে কংগ্রেস, CPI(M)-র আসল রূপ। তাই মানুষ ঠিক করেছে CPI(M)-কে ভোট দেবে না।" অমিত শাহ বলেছেন BJP রাজ্যে 23 টির বেশি আসন পাবে। এপ্রসঙ্গে অমিত শাহকে মোটা লোক বলে কটাক্ষ করেন তিনি।

অনুব্রত মণ্ডলের বক্তব্য

নরেন্দ্র মোদিকে দাঙ্গাবাজ বলে আক্রমণ করেন অনুব্রত। বলেন, "দাঙ্গার মুখ নরেন্দ্র মোদি লোকসভা ভোটের পর আর ফিরে আসবে না। গুসকরাবাসীর কাছে অনুরোধ জানিয়েছি, তাঁরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন, তিনি যেন প্রধানমন্ত্রী হতে পারেন।"

ABOUT THE AUTHOR

...view details