বর্ধমান, 20 জানুয়ারি : দিলীপ ঘোষকে বুড়ো গরু বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । আজ বিকেলে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বেরেন্ডা ফুটবল ময়দানে NRC ও নাগরিকত্ব সংশোধনী আইলের প্রতিবাদ জানিয়ে জনসভা করে তৃণমূল । সেই মঞ্চ থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল ।
"তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে"; বিরোধীদের গোরু, কুকুর বলে মন্তব্য অনুব্রতর - CPM-কে কটাক্ষ অনুব্রতর
দিলীপ ঘোষকে বুড়ো গরু ও CPI(M)-কে কুকুরের সঙ্গে তুলনা করে অনুব্রত বললেন, তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে ।
!["তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে"; বিরোধীদের গোরু, কুকুর বলে মন্তব্য অনুব্রতর Anubrata Mondal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5780228-thumbnail-3x2-anu.jpg)
তিনি বলেন, "গ্রাম্য ভাষায় একটা কথা আছে, গোরুর যখন বয়স হয়ে যায় তখন সে আর হাল টানতে পারে না । তখন সেই গোরুকে বিশ্রাম দেওয়া হয় কিংবা তার পরিবর্তে নতুন গোরু আনা হয় । ওর তো বয়স হয়ে গেছে ৷ তাই ওই গোরুর আর কোনও দাম নেই ।"
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর মায়ের জন্মের প্রমাণ জোগাড় করতেও বলেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "তোমার মাযের বার্থ সার্টিফিকেট যেভাবে জোগাড় করবে, সাধারণ মানুষও সেভাবে বার্থ সার্টিফিকেট জোগাড় করবে । সেই প্রক্রিয়া যেন প্রধানমন্ত্রী দেখিয়ে দেন ।" অন্যদিকে, CPI(M)-কেও কুকুরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে ।