পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কবর দেওয়ার আগে বাড়ির লোক দেখল মৃতদেহ অন্যের !

কোরোনা পরিস্থিতির কারণে এখন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে মৃতদেহ সরাসরি পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না । লালারসের নমুনা সংগ্রহ করে দেহ পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালের মর্গে । রিপোর্ট এলে মর্গ থেকে দেহ নিয়ে যাচ্ছে পরিবার । গলসির শিড়রাই গ্রামের আহ্লাদি বিবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ।

Burdwan Medical College and hospital
Burdwan Medical College and hospital

By

Published : Jul 26, 2020, 4:02 PM IST

Updated : Jul 26, 2020, 7:02 PM IST

গলসি, 26 জুলাই : হাসপাতালের মর্গ থেকে তড়িঘড়ি দেহ আনতে গিয়ে বিপত্তি । মৃতদেহ বাড়িতে এনে কবর দেওয়ার আগে প্লাস্টিকের মোড়ক খুলতেই পরিবারের লোকজন বুঝলেন বদলে গিয়েছে দেহ । কোরোনার আবহে পূর্ব বর্ধমানের গলসির শিড়রাই গ্রামে আতঙ্ক । যদিও হাসপাতালের আশ্বাস বদলে যাওয়া দেহের COVID 19 রিপোর্ট নেগেটিভ ।

মৃতার নাম আহ্লাদি বিবি (68) । ডায়রিয়া হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছিল । শনিবার সেখানে তিনি মারা যান । কিন্তু কোরোনা পরিস্থিতির কারণে এখন যাঁরা মারা যাচ্ছেন তাঁদের দেহ সরাসরি পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না । লালারসের নমুনা সংগ্রহ করে দেহ পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালের মর্গে । রিপোর্ট এলে মর্গ থেকে দেহ নিয়ে যাচ্ছে পরিবার । এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ।

শিড়রাই গ্রামে আহ্লাদি বিবির দেহ পৌঁছানোর পর প্লাস্টিকের মোড়ক খুলতেই হতবাক পরিজনরা । ক্ষণিকের ঘোর কাটিয়ে তাঁরা বুঝতে পারেন গন্ডগোলটা কোথায় হয়েছে । হাসপাতালে দেহ আনতে গিয়েছিলেন তাঁদেরই একজন জানিয়েছেন, একই সঙ্গে মর্গ থেকে দু'টি দেহ বের করা হয় । সম্ভবত অ্যাম্বুলেন্সে তোলার সময়ই ভুলটা হয়েছে ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোনও মৃতদেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়ার সময় বারবার করে মৃতদেহের মুখ দেখানো হয় শনাক্ত করার জন্য । কিন্তু আহ্লাদি বিবির পরিবার তাড়াহুড়ো করতে গিয়ে অন্য মৃতদেহটিকে নিজেদের বলে দাবি করেছিল । তার ফলেই এই ভুল বোঝাবুঝি ।

নাম প্রকাশে অনিচ্ছুক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক আধিকারিক বলেন, "পরিবারের লোকেরাই তাড়াহুড়ো করতে গিয়ে অন্য মৃতদেহ নিয়ে চলে গিয়েছিল । ভুল স্বীকার করে তারা তাদের আত্মীয়ের দেহ নিয়ে যায় । কেউ কোনও লিখিত অভিযোগ জানায়নি ।"

Last Updated : Jul 26, 2020, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details