পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election Results 2023: সবুজ ঝড়ের মধ্যে কিছুটা ভালো ফল সিপিএমের, ভোটের হার বাড়ল হুগলিতেও - সিপিএমের ভোটের হার বাড়ল হুগলিতেও

জেলা পরিষদেও সবুজ ঝড়ের মধ্যে পূর্ব বর্ধমানে বিজেপিকে টেক্কা দিয়ে কিছুটা ভালো ফল সিপিএমের । সিপিএমের ভোটের হার বাড়ল হুগলিতেও । তবে দ্বিতীয়তে বিজেপি ।

Etv Bharat
কিছুটা ভালো ফল সিপিএমের

By

Published : Jul 12, 2023, 10:41 PM IST

পূর্ব বর্ধমান ও হুগলি, 12 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে ফল ঘোষণা হতেই জেলা জুড়ে কার্যত সবুজ ঝড় । অব্য়াহত থাকল তৃণমূলের জয়যাত্রাও । তবে এর মধ্যেও খানিক উজ্জিবিত বাম শিবিরও । জেলার কিছু অংশে নতুন করে ফের উড়তে দেখা গেল লাল আবিরও। রায়নার 18টির মধ্যে 18টিই নিজেদের দখলে রেখেছে সিপিএম । একই সঙ্গে, বিজেপিকে কার্যত জেলায় পিছনেও ফেলে দিয়েছে বামেরা ।

জেলার 215টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র একটি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে সিপিএম। তবে জেলার রায়না এক নম্বর ব্লকের পলাশন পঞ্চায়েতে 18টিতেই সিপিএম প্রার্থীরা জয়লাভ করেছে। সেই সঙ্গে, বিজেপিকে পিছনে ফেলে জেলায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। যা কিছুটা হলেও চিন্তায় রেখেছে শাসক দলকে। সেই সঙ্গে, হুগলিতেও তুলনামূলক বেড়েছে বামেদের ভোটের হার ।

অন্যদিকে, পূর্ব বর্ধমানের গ্রাম পঞ্চায়েতের চার হাজার 10টি আসনের মধ্যে চার হাজার নয়টি আসনে নির্বাচন হয়েছিল। এর মধ্যে শেষ পাওয়া খবরে, তৃণমূল কংগ্রেস দুই হাজার 461টি আসনে জয়লাভ করেছে। একই সঙ্গে, 40টি আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। সিপিএমের প্রার্থীরা জয়লাভ করেছে 245টি আসনে। পাঁচটি আসনে এগিয়ে আছে বামেরা। পাশাপাশি বিজেপি 187টি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। এগিয়ে আছে আরও আটটি আসনে। এছাড়াও কংগ্রেস 14টি, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি একটি করে আসনে জয়লাভ করেছে । অন্যান্যরা তিনটে ও নির্দল 27টি আসনে জয়লাভ করেছে।

গ্রাম পঞ্চায়েতের নিরিখে তৃণমূল কংগ্রেস 208টি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রেখেছে । সিপিএমের হাতে একটি এবং বিজেপির দখলে গিয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েত। জেলায় 23টি পঞ্চায়েত সমিতিই তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে। বামেরা পঞ্চায়েত সমিতি দখল করতে না পারলেও কয়েকটা আসনে তারা জয়লাভ করেছে। পঞ্চায়েত সমিতির 640টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 613টি আসনে জয়লাভ করেছে । বিজেপি 15, সিপিএম 11 আসনে জয় পেয়েছে। 2018 সালে পঞ্চায়েতে জেলায় প্রায় সব আসনেই নিরঙ্কুশ জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস । সিপিএমের অভিযোগ, শাসক দল ছাপ্পা ভোটের জোরে পঞ্চায়েত দখল করেছে। কিন্তু সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সিপিএমের প্রার্থীরা 2018 সালের থেকে ভালো ফল করেছে। এটা ইতিবাচক লক্ষ্মণ বলে মনে করছে বামেরা।

আরও পড়ুন: 'সেলিব্রেশন নয়, 21 জুলাই এবার শ্রদ্ধা দিবস;' ঘোষণা মমতা

অন্যদিকে, হুগলি জেলাতেও ভোটের হার বেড়েছে বামেদের। জেলা পরিষদে বামেরা কোনও আসন না পেলেও পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে আসন তুলনামূলক বেড়েছে বলে দাবি বামেদের। হুগলি পঞ্চায়েত সমিতির 619টি আসনের মধ্যে সিপিএম 11টি আসনে জয়লাভ করেছে। গ্রাম পঞ্চায়েতের 207টি আসনের মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করে। তবে এই জেলায়, সিপিএমের চেয়েও বিজেপির প্রভাব কিছুটা হলেও বেশি।

ABOUT THE AUTHOR

...view details