পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Trinamool workers in burdwan

বর্ধমানের বড় নীলপুর সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের ধরে ঘটেছে ঘটনাটি ৷ আহত BJP বুথ সভাপতির নাম অরিজিৎ কৈবর্ত দাস ।

bjp
bjp

By

Published : Sep 25, 2020, 9:07 PM IST

বর্ধমান, 25 সেপ্টেম্বর : BJP-র বুথ সভাপতিকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বর্ধমানের বড় নীলপুর সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের ধরে ঘটেছে ঘটনাটি ৷ আহত BJP বুথ সভাপতির নাম অরিজিৎ কৈবর্ত দাস । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

আজ দুপুরে বর্ধমান শহরের বড় নীলপুরের ওই জাতীয় সড়ক দিয়ে কাজে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মী তার পথ আটকায় বলে অভিযোগ। তারপরই অরিজিৎকে লাঠি, রড দিয়ে মারধর করে অভিযুক্তরা। ঘটনায় আহত হন অরিজিৎ ৷ মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে BJP-র তরফে।


অরিজিৎ বলেন, "কাজে যাওয়ার পথে কয়েকজন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমার উপরে হামলা চালায়। ওরা কিছুদিন ধরেই হামলা করার চেষ্টা করছিল। আমাকে লাঠি, রড দিয়ে আঘাত করেছে। স্থানীয়রা আমাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে।পুলিশে লিখিত অভিযোগ জমা করা হয়েছে। যদিও BJP-র বুথ সভাপতিকে মারধর করার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

ABOUT THE AUTHOR

...view details