পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bombing at Bardhaman : তোলা না দেওয়ায় বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ বর্ধমানে - বর্ধমানে বোমাবাজির অভিযোগ

পাঁচিল তৈরি করার জন্য একটি পরিবারের কাছে মোটা টাকা দাবি তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষের ৷ না মেলায় সেই বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল ৷ ঘটনাস্থল পূর্ব বর্ধমানের রায়ান (Bombing at Bardhaman) ৷

Bardhaman Bombing
বর্ধমানে বোমাবাজি

By

Published : Apr 12, 2022, 12:33 PM IST

বর্ধমান, 11 এপ্রিল : বাড়ির পাঁচিল তৈরি করার জন্য মোটা টাকা তোলা দাবি করেছিলেন শাসকদলের নেতা । সেই টাকা দিতে না পারায় মিলেছিল হুমকি ৷ এরপরেই ওই পরিবারের বাড়ির সামনে বোমা মারার অভিযোগ উঠল (Allegations Against TMC of Bombing in front of a House in Bardhaman) । পূর্ব বর্ধমানের বর্ধমান 1 ব্লকের রায়ান গ্রামের ঘটনা । সোমবার বিষয়টি নিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়ান গ্রামে মাজিল্যা পরিবার বাড়িতে পাঁচিল দেওয়ার পরিকল্পনা করে । অভিযোগ, বর্ধমান 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য ওই পরিবারের কাছ থেকে 50 হাজার টাকা চান ৷ সেই টাকা দিতে না পারায় ওই পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় । এরপরেই তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে । অভিযোগের তির তৃণমূল নেতা মানস ভট্টাচার্যের বিরুদ্ধে । যদিও বিষয়টি নিয়ে মানস ভট্টাচার্য কিছু বলতে চাননি ।

আরও পড়ুন :Burdwan Firearms : উপনির্বাচনের আগের দিন বর্ধমান স্টেশনে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার এক

এই বিষয়ে গৃহবধূ পায়েল মাজিল্যা ও কর্তা অনির্বাণ মাজিল্যা বলেন, "আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন বাড়ির সামনে তিনটে বোমা পড়ে । বাড়ির সামনে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে । এছাড়াও বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় । ওরা আমাদের পাঁচিল করার জন্য 50 হাজার টাকা চেয়েছিল । আমরা 20 হাজার টাকা দিয়েছি । এরপর নানা অজুহাতে টাকা, মাছ ও মদের দাম চাইতে শুরু করে । কিন্তু এরপরেও পাঁচিল করতে দেয়নি মানস ভট্টাচার্য নামে ওই নেতা ৷"
অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস এই ঘটনায় বিষয়ে বলেন, "ঘটনার কথা জানা নেই । কেউ দোষ করে থাকলে পুলিশকে জানাক । পুলিশ ব্যবস্থা নেবে ।"
আরও পড়ুন :BJP Worker Arrested in Burdwan : হাতে পিস্তল, ব্যাকগ্রাউন্ডে 'খেলা হবে' ! বর্ধমানে গ্রেফতার বিজেপি কর্মী

ABOUT THE AUTHOR

...view details