বর্ধমান, 18 নভেম্বর:চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের এক নার্সিংহোমে (Allegation of Pregnant Patient Death due to Medical Negligence in Burdwan Nursing Home)। বিষয়টি নিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার । পুলিশ জানিয়েছে, মৃতের নাম অপর্ণা হাউলি (26)। তাঁর বাড়ি বর্ধমানের 10নং ওয়ার্ডের 3নং ইছলাবাদ এলাকায় ।
রোগীর এক আত্মীয়ের অভিযোগ, অপর্ণা রাত থেকেই কষ্ট পাচ্ছিলেন । শুক্রবার সকালে বর্ধমানের একটা নার্সিংহোমে ভরতি করা হয় । এরপর শ্বাসকষ্ট শুরু হলেও অক্সিজেন দেওয়া হয়নি । উপরন্তু ওই অবস্থায় বর্ধমান মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয় ৷ চিকিৎসা না-হওয়াতেই মৃত্যু হয়েছে অপর্ণার ৷